এক্সপ্লোর
Advertisement
বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে হার মেরি কমের, সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ
রাশিয়ার উলান-উডেতে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারলেন না ভারতের মেরি কম । ৫১ কেজি বিভাগের সেমিফাইনালে তুরস্কের বুসে নাজ কাকিরোগ্লুর কাছে হেরে গেলেন ভারতীয় বক্সার।
নয়াদিল্লি: রাশিয়ার উলান-উডেতে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারলেন না ভারতের মেরি কম । ৫১ কেজি বিভাগের সেমিফাইনালে তুরস্কের বুসে নাজ কাকিরোগ্লুর কাছে হেরে গেলেন ভারতীয় বক্সার। ওজনের নতুন বিভাগে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন সফল হল না। তুরস্কের প্রতিদ্বন্দ্বীর কাছে ১-৪ হেরে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। তবে এই পর্যাযে পরাজয় সত্ত্বেও ৩৬ বছরের মেরি কমের কেরিয়ারের অভিযান অসাধারণ। সুদীর্ঘ কেরিয়ারে ছয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি তাঁর রয়েছে অলিম্পিক (২০১২)-এ ব্রোঞ্জ মেডেল। এছাড়াও পাঁচবার এশিয়া চ্যাম্পিয়ন হয়েছেন। সেইসঙ্গে এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে সোনার পদক জিতেছেন তিনি। এর পাশাপাশি রয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও অনেক সাফল্য।
তুরস্কের প্রতিপক্ষের বিরুদ্ধে সেমিফাইনালে প্রথম রাউন্ডটা দারুন পারফর্ম করেন মেরি। ডিফেন্স ও আক্রমণের কুশলী মিশেলে প্রতিপক্ষকে পরাস্ত করেন। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে ম্যাচে ফেরেন বুসে নাজ।
পরাজয়ের পরই ভারতের তারকা বক্সার ম্যাচ আধিকারিকদের তাঁদের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেন। ভারতীয় শিবিরের পক্ষ থেকেও ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্তের রিভিউ দাবি করা হয়। কিন্তু সেই দাবি খারিজ করে দেয় আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন (এআইবিএ)-র টেকনিক্যাক কমিটি।
বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে তাইল্যান্ডের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে মেরি ৫-০ সহজ জয় পেয়েছিলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement