এক্সপ্লোর
Advertisement
সার্ফিং করতে গিয়ে দুর্ঘটনা, মাথায় ও শিরদাঁড়ায় প্রচণ্ড চোট পেয়ে শয্যাশায়ী ম্যাথু হেডেন
ক্যানবেরা: সার্ফিং দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন। মাথায় ও ঘাড়ে মারাত্মক চোট লেগেছে তাঁর, শিরদাঁড়ায় চিড় ধরেছে। কুইন্সল্যান্ডে ছেলে জোশের সঙ্গে সার্ফিং করার সময় ঘটেছে এই দুর্ঘটনা।
অস্ট্রেলিয়ার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ম্যাথু বলেছেন, তাঁর মনে হয়েছে, মাথা ঘেঁষে একটা বুলেট বেরিয়ে গেল। ছেলের সঙ্গে নর্থ স্ট্র্যাডব্রোক আইল্যান্ডে সার্ফিং করছিলেন তিনি। তখন বালিতে আছড়ে পড়েন। ঠিক ঘাড়ের তলা থেকে শিরদাঁড়ায় চিড় ধরেছে তাঁর, বেশ কয়েকটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, কপাল ফেটে গিয়েছে। তবে জানিয়েছেন, ধীরে ধীরে সেরে উঠছেন তিনি।
৪৬ বছরের হেডেন ১০৩টি টেস্ট খেলেছেন, ২০০৯-এ অবসর নেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তিনি বলেছেন, ঘণ্টাখানেক সার্ফিং করেছিলেন তাঁরা, মোটামুটি গোটাবারো ঢেউ সামলান। তারপর ডান দিক থেকে একটা ঢেউ আসে, তিনি সেটা ‘ডাক’ করার চেষ্টা করেন, তারপর আর কিছু মনে নেই। মাথা নীচের দিকে থাকা অবস্থায় বালিতে আছড়ে পড়েন, নিজের আর ঢেউয়ের সম্মিলিত চাপে তাঁর মাথা দুমড়ে যায়।
তবে হেডেন জানিয়েছেন, সার্ফিং বন্ধ হবে না তাঁর। ‘সমুদ্র নেয় আবার সমুদ্রই ফিরিয়ে দেয়- আমি আবার ফিরে আসব’। তিনি লিখেছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement