![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
খোঁজ মিলল বিস্ময় বালকের, বড় হয়ে বিরাট হতে চায় ‘ডায়পার কোহলি’
সৌরভের শহরে নতুন ক্রিকেট বিস্ময় নিয়ে এখন নজর ক্রিকেটমহলের।
![খোঁজ মিলল বিস্ময় বালকের, বড় হয়ে বিরাট হতে চায় ‘ডায়পার কোহলি’ Meet the viral cricketer in diaper খোঁজ মিলল বিস্ময় বালকের, বড় হয়ে বিরাট হতে চায় ‘ডায়পার কোহলি’](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/12/16092235/Virat.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: হাতে ব্যাট। পরনে গেঞ্জি আর ডায়পার। ব্যাট হাতে একের পর এক কভার ড্রাইভ হাঁকাচ্ছে এক শিশু। স্টান্স দেখে বিরাট কোহালি থেকে কালিস, কেভিন পিটারসন-প্রশংসায় পঞ্চমুখ। সোশ্যাল মিডিয়ায় শিশুর ভিডিও ভাইরাল। কে এই বিস্ময় বালক? খুঁজে বার করল এবিপি আনন্দ।
বয়স মাত্র ৩ বছর ৩ মাস। ব্যাটিং স্টান্স দেখলে চোখ কপালে উঠতে হয়। নিখুঁত ফুটওয়ার্ক। চোখধাঁধানো কভার ড্রাইভ। ক্রিকেটর নতুন বিস্ময় বালকের ভিডিও পোস্ট করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও-তে ট্যাগ করেন বিরাট কোহালিকে। রিপোস্ট বিরাট জানান- কোথায় থাকে ছেলেটি? মনে হয় এটা সত্যিই নয়।
View this post on InstagramWHAT?!?!?!?!?! Get him in your squad, @virat.kohli! Can you pick him?!?! ????
কভার ড্রাইভের সময় শিশুটির ব্যাটিং স্টান্স দেখে নেটিজেনরা তো বলছেনই একেবারে বিরাট ও সচিনের মত! কিন্তু এই বিস্ময় প্রতিভা কোথায় থাকে? অবশেষে খুঁজে পেল এবিপি আনন্দ। বাড়ি তার কলকাতায়। নাম শেখ শাহিদ। যে ভিডিও নিয়ে তোলপাড় ক্রিকেট দুনিয়া, সেই সময় শাহিদের বয়স ছিল মাত্র আড়াই বছর। পরনে ছিল গেঞ্জি ও ডায়পার। নেটিজেনরা তাকে আখ্যা দিয়েছে 'ডায়পার কোহালি'। শাহিদের এই প্রতিভা প্রথম আবিষ্কার করে তার বাবা।
বাড়িতে থাকা লাঠি হোক বা রান্নাঘরের হাতা-খুন্তি। হাতে পেলেই শুরু হয়ে যায় ছোট্ট শাহিদের ব্যাটিং স্টান্স। বাধ্য হয়ে মাত্র ৩ বছরেই ক্রিকেট কোচিংয়ে দেওয়া হয় শাহিদকে। আধো গলায় শাহিদ জানায়, সে ক্রিকেটার হতে চায়। সৌরভের শহরে নতুন ক্রিকেট বিস্ময় নিয়ে এখন নজর ক্রিকেটমহলের।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)