Messi India Tour Live: কলঙ্কিত কলকাতা, মুম্বইয়ে মেসি-সচিনের মায়াবী সন্ধ্যা, লাইভ আপডেট
West Bengal News Live: মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। যুবভারতীতে সরেজমিনে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি। গেলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব। লন্ডভন্ড মাঠের ভিডিওগ্রাফি।
LIVE

Background
এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর
১। মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। যুবভারতীতে সরেজমিনে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি। গেলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব। লন্ডভন্ড মাঠের ভিডিওগ্রাফি।
২। মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া তদন্ত কমিটি নিয়ে প্রশ্ন শুভেনদুর। নিজের লোকদের দিয়ে কমিটি গড়েছেন। বর্তমান বিচারপতিকে দিয়ে আদালতের তদারকিতে তদন্ত হোক। দাবি বিরোধী দলনেতার।
৩। যুবভারতীতে বিশৃঙ্খলা। ধৃত শতদ্রু দত্তর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারা। ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিধাননগর আদালতের।
৪। যুবভারতীকাণ্ডে আদালতে পেশ শতদ্রু দত্ত। বাইরে চটি হাতে বিজেপির বিক্ষোভ।
৫। জলের বোতল ঢোকা নিষিদ্ধ। তবু যুবভারতীতে হাজার হাজার বোতল। গ্যালারিতেও ঘুরে ঘুরে বিক্রি ১০-১৫ গুণ দামে। ভাইরাল ভিডিওয় তোলপাড়।
৬। যুবভারতীর গ্যালারি-স্টলে দেদার জল বিক্রি। কীভাবে ঢুকল রাশি রাশি জলের বোতল? অনুমতি দিল কে? কোথায় পুলিশের নজরদারি? মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলায় প্রশ্নের পাহাড়।
৭। স্টেডিয়ামে জল বিক্রি, সরব শুভেন্দু অধিকারী। 'কে বা কারা ২০ টাকার জলের বোতল ২০০ টাকায় বিক্রি করল? জল বিক্রির নেপথ্যে কারা?'
৮। যুবভারতীকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারীর। 'গাড়ি ঘুরিয়ে পালিয়েছেন মুখ্যমন্ত্রী'
৯। ফের ক্রীড়ামন্ত্রী ও দমকলমন্ত্রীর গ্রেফতারের দাবিতে সুর চড়ালেন শুভেনদু অধিকারী। শুভেন্দু বলেছেন, 'অরূপ বিশ্বাস কালেক্টর, সুজিত বোস ডাকাত, শতদ্রু দত্ত ব্রোকার।'
১০। গতকাল পৌঁছেও ঢুকতে পারেননি। আজ ফের যুবভারতীতে রাজ্য়পাল। ঘুরে দেখলেন লন্ডভন্ড স্টেডিয়ামের পরিস্থিতি।
কাল ফেরত, আজ পরিদর্শন
১১। কলকাতায় বিশৃঙ্খলা, সফল হায়দরাবাদ। আজ মুম্বইয়ে মেসি। গোট ইন্ডিয়া ট্যুরে একাধিক অনুষ্ঠান। ফুটবল কিংবদন্তির অনুষ্ঠানের সব ভেন্যুতে কঠোর নিরাপত্তা। মুম্বইয়ে মেসি, বজ্র আঁটুনি
১২। ন্যাজাটকাণ্ডে ফের গ্রেফতার। উত্তম সর্দার, রুহুল কুদদুসের পর চার দিনের মাথায় তৃতীয় গ্রেফতারি। ঘাতক ট্রাকের খালাসি ছিলেন, জেরায় স্বীকার ধৃতের, দাবি পুলিশ সূত্রে।
১৩। ন্যাজাটকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর ফুটেজ। সরবেড়িয়া থেকে ভোলানাথের গাড়ি বাইকে ফলো করছিল ধৃত রুহুল কুদদুস তরফদার। দুর্ঘটনার পর বাইকেই পালায় ট্রাকচালক। দাবি পুলিশ সূত্রে।
Messi In India Live: রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক
সোমবার দিল্লিতে শেষ হবে লিওনেল মেসির গোট ইন্ডিয়া ট্যুর। ভারত সফরের শেষ দিনে রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। এছাড়াও দেশের প্রধান বিচারপতি ও সেনাপ্রধানের সঙ্গেও সাক্ষাৎ করার কথা মেসির।
Messi In Kolkata Live: ISL-এর ম্যাচ ঘিরেও কি তৈরি হতে পারে অনিশ্চয়তা?
বিপুল ক্ষয়ক্ষতি মেরামত করতে এক মাসেরও বেশি সময় লাগবে বলে মনে করছে বিভিন্ন মহল। সেক্ষেত্রে ISL-এর ম্যাচ ঘিরেও কি তৈরি হতে পারে অনিশ্চয়তা?






















