এক্সপ্লোর
Advertisement
অনিশ্চিত মেসি! প্রথম ম্যাচেই চিলির কঠিন চ্যালেঞ্জের মুখে আর্জেন্টিনা
কলকাতা: কোপার প্রথম ম্যাচেই কড়া চ্যালেঞ্জ৷ চিলির মুখোমুখি আর্জেন্তিনা৷ তার উপর অনিশ্চিত লিওনেল মেসি।
গতবারের চ্যাম্পিয়নদের সামনে রানার আপরা৷ ফাইনালের রিপ্লে৷ সেবার ফাইনালে হারতে হয়েছিল৷ এবার কিন্তু স্কোরলাইনটা বদলাতেই নামবে অ্যালবিসেলেস্তে৷ তবে কাজটা খুবই কঠিন।
কোপায় গ্রুপ ডি-তে আর্জেন্তিনার লড়াই বলিভিয়া, চিলি ও পানামার সঙ্গে৷ চিলি-ম্যাচ দিয়ে অভিযান শুরু৷ যদিও, ধারে-ভারে প্রতিপক্ষের থেকে অনেক এগিয়ে জেরার্দো মার্টিনোর দল৷ ফিফা-তালিকায় এক নম্বর৷ ফরোয়ার্ড, মিডফিল্ড থেকে ডিফেন্স৷ নক্ষত্রের ছড়াছড়ি৷ টুর্নামেন্টের ফেভারিট৷
তবে চাপ একটাই। দলের মেরুদণ্ড মেসি অনিশ্চিত পিঠের চোটে৷ দিন সাতেক আগে হন্ডুরাসের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচে পীঠে চোট পান মেসি। সেই চোট পুরোপুরি সাড়িয়ে উঠতে পারেননি এখনও। ম্যাচের আগে হালকা অনুশীলন করলেও বল পায়ে দেখা যায়নি এল এম টেনকে।
যদিও দলে রয়েছেন অ্যাগুয়েরো, দি মারিয়া, হিগুয়েনের মতো ফরোয়ার্ডরা৷ প্রতিপক্ষকে ছিন্ন-ভিন্ন করে দেওয়ার ক্ষমতা রয়েছে যাঁদের৷ মিডফিল্ডে পাস্তোর থেকে ডিফেন্সে মার্কো রোখো, মাশচেরানো। বিশেষজ্ঞদের ভাষায়, ব্যালেন্সড দল৷ গোটা দলটাই রয়েছে দুরন্ত ফর্মে৷ শেষ ৬টি ম্যাচে অপরাজিত রয়েছে টিম আর্জেন্তিনা৷
অন্যদিকে, মোটেই ছন্দে নেই চিলি৷ টুর্নামেন্টের দু’টি ওয়ার্ম আপ ম্যাচেই হার গতবারের চ্যাম্পিয়নদের৷ তবে, যেকোনও মুহূর্তে দান উল্টে দেওয়ার ক্ষমতা রাখেন অর্তুরো ভিদাল, অ্যালেক্সি স্যাঞ্চেজের মত তারকারা৷
চিলির বিরুদ্ধে আর্জেন্তিনার রেকর্ড কিন্তু রীতিমত ভাল৷ এখনও পর্যন্ত ১৯টি ম্যাচ খেলা হয়েছে দু’দলের মধ্যে৷ আর্জেন্তিনা জিতেছে ১১টি ম্যাচ৷ চারটিতে জয় চিলির৷ ড্র হয়েছে চারটি ম্যাচ৷
মঙ্গলবার স্যান্টা ক্লারায় মহারণ৷ ম্যাচের ভবিতব্য জানতে উদগ্রীব ফুটবল-বিশ্ব৷ ম্যাচ শুরু ভারতীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে সাতটায়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement