Michael Bracewell World Record: শেষ ওভারের থ্রিলার, বিধ্বংসী ব্য়াটিংয়ে বিশ্বরেকর্ড কিউয়ি তারকার
Michael Bracewell: ৮২ বলে অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলে কার্যত একা হাতেই নিউজিল্যান্ডকে ম্যাচ জেতালেন অলরাউন্ডার ক্রেগ ব্রেসওয়েল।
ডাবলিন: রবিবার (১০ জুলাই) এক অভূতপূর্ব ম্যাচের সাক্ষী হয়ে থাকল ক্রিকেটবিশ্ব। ডাবলিনে আয়ার্ল্যান্ড-নিউজিল্যান্ডের (IRE vs NZ) মধ্যেকার এই ম্যাচে একেবারে শেষ ওভার পর্যন্ত টানটান উত্তেজনা বজায় ছিল। শেষমেশ মাইকেল ব্রেসওয়েলের (Michael Bracewell) প্রথম আন্তর্জাতিক শতরানের সুবাদে বিশ্বরেকর্ড গড়ে ম্যাচ জিতল কিউয়িরা।
হ্যারি টেক্টরের প্রথম শতরান
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল আয়ার্ল্যান্ড। ব্যাট হাতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩০০ রান করেন আইরিশরা। আন্তর্জাতিক ওয়ান ডেতে নিজের প্রথম শতরানটি করেন তরুণ হ্যারি টেক্টর (Harry Tector)। তাঁর ১১৩ রানের ইনিংসের পাশাপাশি কার্টিস ক্যাম্পহারের ৪৩ ও অ্যান্ডি ম্যাকবার্নি ৩৯ রান করে আইরিশ এই রান খাড়া করতে সাহায্য করেন। কিউয়িদের হয়ে ৪৪ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে সফলতম বোলার লকি ফার্গুসন।
বড় রান তাড়া করতে নেমে একদিকে মার্টিন গাপ্টিল ক্রিজ ধরে রাখলেও, অপরদিক থেকে পরপর উইকেট হারিয়ে বিপত্তিতে পড়ে নিউজিল্যান্ড। শেষমেশ গাপ্টিল ৫১ রান করে আউট হলে ২২ ওভারে ১২০ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এই অবস্থায় মাঠে নামেন মাইকেল ব্রেসওয়েল। প্রথমে অভিষেককারী গ্লেন ফিলিপ্স ও পরে সোধিকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন তিনি।
বিশ্বরেকর্ড ব্রেসওয়েলের
ব্রেসওয়েল লড়াই করলেও, ৪৯তম ওভার পর্যন্ত কিন্তু ম্যাচে আইরিশরাই এগিয়ে ছিল। মনে হচ্ছিল হয়তো প্রথমবার তারা কিউয়িদের আন্তর্জাতিক ওয়ান ডেতে হারাতে সক্ষম হবে। তবে ব্রেসওয়েল সেই আশায় জল ঢেলে দেন। শেষ ওভারে জয়ের জন্য ২০ রানের সবটাই একা হাতে তুলে, কিউয়িদের ম্যাচ জেতান তিনি। অভিজ্ঞ ক্রেগ ইয়ংকে ৫০তম ওভারের প্রথম পাঁচ বলে ৪, ৪, ৬, ৪, ৬ মেরে এক বল বাকি থাকতেই জয় সুনিশ্চিত করেন ব্রেসওয়েল। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করে জেতা ম্যাচে, শেষ ওভারে এর থেকে বেশি রান আর কখনও ওঠেনি। ৮২ বলে ১২৭ রানে অপরাজিত থাকেন ব্রেসওয়েল। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল কিউয়িরা।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকেই ফেভারিট মানছেন এই প্রাক্তন পাক ক্রিকেটার