(Source: ECI/ABP News/ABP Majha)
Asian Championship: আসন্ন এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন না মীরাবাঈ, অচিন্ত্যরা, কিন্তু কেন?
Asian Championship 2022: বাহারিনের মানামেতে ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়নশিপ। পরিবর্তে চ্যাম্পিয়নশিপে ভারত 'বি' দল পাঠাবে বলে জানান ভারোত্তোলক কোচ বিজয় শর্মা।
নয়াদিল্লি: কমনওয়েলথ গেমসে ভারতীয় ভারোত্তোলক দুরন্ত পারফর্ম করে ১০টি পদক জেতেন। অচিন্ত্য শিউলি (Achinta Sheuli), মীরাবাঈ চানুদের (Mirabai Chanu) থেকে তাই এইবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপেও (Asian Championship) অনেক পদকজয়ের আশা ছিল। বাহারিনের মানামেতে ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে এ বারের এশিয়ান চ্যাম্পিয়নশিপ। কিন্তু সেই চ্যাম্পিয়নশিপে অচিন্ত্য, চানু, জেরেমি লালরিন্নুগা (Jeremy Lalrinnunga), কমনওয়েলথে সোনাজয়ী ত্রয়ীর কেউই অংশগ্রহণ করবেন না।
চ্যাম্পিয়নশিপে ভারতের 'বি' দল
জাতীয় ভারোত্তোলক কোচ বিজয় শর্মা জানিয়েছেন কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করা ভারতীয় দলের ভারোত্তোলকরা কেউই এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন না। পরিবর্তে ভারত চ্যাম্পিয়নশিপে 'বি' দল পাঠাবে। কিন্তু কেন? বিজয় জানান, 'যেসব ভারোত্তোলকরা কমনওয়েলথ গেমস থেকে ফিরেছেন, তাঁরা এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবেন না। আমরা আমাদের বি দলকে ওই প্রতিযোগিতায় পাঠাব। আমাদের প্রধান লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কারণ ওর মাধ্যমেই প্যারিস অলিম্পিক্সের টিকিট পাকা করা যাবে।'
যুক্তরাষ্ট্রে অনুশীলন অচিন্ত্য, মীরাবাঈদের
মীরাবাঈরা এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার বদলে পাড়ি দেবেন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে। সেখানেই সাড়ে তিন সপ্তাহ ধরে তাঁরা নিজেদের অনুশীলন চালাবেন। চানু, শিউলি, জেরেমির পাশাপাশি ভারতের আরও পাঁচজন ভারোত্তোলক এই সফরে যুক্তরাষ্ট্রে যাবেন। তাঁরা হলেন- কমনওয়েলথে পদকজয়ী সঙ্কেত সারগর, বিন্দারাণী দেবী, গুরদীপ সিংহ। চার বছর আগের কমনওয়েলথে পদকজয়ী আর ভি রাহুল ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকজয়ী ঝিল্লি দালাবেহরা। অফসিজনে নিজেদের তৈরি করার জন্যই এই পদক্ষেপ।
কমনওয়েলথে চোট পাওয়া সঙ্কেত যুক্তরাষ্ট্রেই নিজের পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন। আট ভারতীয় ভারোত্তোলকের সকলেই প্রাক্তন ভারোত্তোলক তথা ফিজিক্য়াল থেরাপিস্ট, ডাক্তার অ্যারন হরসচিগের সঙ্গে কাজ করবেন। মীরাবাঈ চানু তো বিগত দুই বছর ধরেই অ্যারনের সঙ্গে কাজ করছেন। তাঁর বাদে বাকি সকলেরই হালকা চোট রয়েছে বলে জানান বিজয়। তবে যেহেতু যুক্তরাষ্ট্রে এই ক্যাম্পের জন্য যাওয়াই হচ্ছে, তাই মীরাবাঈকেও সঙ্গে করে নিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই বছরের ডিসেম্বরের ৫ থেকে ১৫ তারিখ কলোম্বিয়ার বাগোটায় অনুষ্ঠিত হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করার জন্য় এটাই প্রথম টুর্নামেন্ট হতে চলেছে।
আরও পড়ুন: জিতলেই পাকিস্তানের সর্বকালীন রেকর্ডে ভাগ বসানোর হাতছানি ভারতের, কখন, কোথায় দেখবেন ম্যাচ?