Ind vs Pak: বাবর আজমরা ভারতের মাটিতে বিশ্বকাপ না খেললে ক্রিকেটপ্রেমীদের ওপর অবিচার হবে, মত মিসবার
Misbah Ul Haq: পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সরকারের সবুজ সংকেতের ওপর নির্ভর করছে তাদের সিদ্ধান্ত।
![Ind vs Pak: বাবর আজমরা ভারতের মাটিতে বিশ্বকাপ না খেললে ক্রিকেটপ্রেমীদের ওপর অবিচার হবে, মত মিসবার Misbah Ul Haq: 'Unfair to people' if Pakistan don't travel to India for World Cup Ind vs Pak: বাবর আজমরা ভারতের মাটিতে বিশ্বকাপ না খেললে ক্রিকেটপ্রেমীদের ওপর অবিচার হবে, মত মিসবার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/15/506385c7e7b6ae173a3d37414819ae25168942187560650_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
করাচি: ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup) খেলতে কি ভারতে আসা উচিত পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team)?
এই প্রশ্ন নিয়ে তোলপাড় চলছে ক্রিকেটবিশ্বে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, সরকারের সবুজ সংকেতের ওপর নির্ভর করছে তাদের সিদ্ধান্ত।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মিসবা উল হক (Misbah Ul Haq) অবশ্য মনে করেন, ভারতে খেলতে যাওয়া উচিত পাক ক্রিকেট দলের। তা না হলে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে উত্তেজক ক্রিকেটীয় দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত করা হবে ক্রিকেটপ্রেমীদের।
করাচিতে এক অনুষ্ঠানে মিসবা বলেছেন, 'যদি দুই দেশের মধ্যে অন্য খেলা চলতে পারে, তাহলে ক্রিকেট নয় কেন? রাজনৈতিক সম্পর্কের সঙ্গে ক্রিকেটকে জড়িয়ে দেওয়ার কী অর্থ? দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ক্রিকেটীয় দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত করা হবে ক্রিকেটপ্রেমীদের। ভারত ও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের সঙ্গে অবিচার হবে।'
প্রসঙ্গত, সদ্যসমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতে খেলতে এসেছিল পাকিস্তান। ভারতের বিরুদ্ধেও ম্যাচ খেলে পাক ফুটবল দল। তবে এশিয়া কাপে পাকিস্তানে খেলতে যাবে না বলে জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপরই পাক বোর্ডের প্রস্তাব মেনে হাইব্রিড মডেলে হবে এশিয়া কাপ। যেখানে ভারত তাদের সব ম্যাচ খেলবে নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কায়। তবে আয়োজক হয়েও পাকিস্তান কেন এশিয়া কাপের মাত্র ৪টি ম্যাচ পাবে আর শ্রীলঙ্কায় আয়োজিত হবে ৯টি ম্যাচ, তা নিয়েও প্রশ্ন তুলছে কোনও কোনও মহল।
Times of inspiration & encouragement continue at #PCHF, as we have now signed an MOU for our cause with @FastNU_Official #FAST. Having a renowned university alongside us on the journey to conquering #CHD is both an honour & privilege. @captainmisbahpk @SaminaSays @farhanahmadPK pic.twitter.com/HrG2Qo9ebR
— Pakistan Children's Heart Foundation (@CHDHospital) July 14, 2023
আরও পড়ুন: বছর শেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে পরীক্ষা টিম ইন্ডিয়ার, প্রকাশিত হল পূর্ণাঙ্গ সূচি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)