Jasprit Bumrah : 'বুমরাকে ছাড়াই টেস্ট ম্যাচ দেখার অভ্যাস করে নিতে হবে ভারতীয় ফ্যানদের', কাইফের কথায় অবসরের জল্পনা
Indian Cricket: আন্তর্জাতিক কেরিয়ারে বারবার চোট-আঘাতে জর্জরিত হয়েছেন বুমরা। বারবার এই সমস্যা দেখা দেওয়ার মূল কারণ, তাঁর বোলিং অ্যাকশন।

ভারতের বোলিং বিভাগ তাঁকে ছাড়া ভাবা অসম্ভব। বিশেষ করে ক্রিকেটের দীর্ঘতম সংস্করণ টেস্টে। কিন্তু, বারবার চোট-আঘাত সমস্যায় ফেলেছে তাঁকে। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেও তাঁর ফিটনেসের কথা বারবার আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। টিম ম্য়ানেজমেন্টও বুঝেশুনে তাঁকে ব্যবহার করছে। এই পরিস্থিতিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। টেস্ট ক্রিকেট থেকে যশপ্রীত বুমরা অবসর নেওয়ার কথা ভাবতে পারেন বলে মনে করেন তিনি। কারণ, বারবার তাঁর শারীরিক সমস্যা টেস্ট ক্রিকেটে প্রভাব ফেলছে। এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি ম্যাঞ্চেস্টার টেস্টেও নিজের সেরাটা উজাড় করে দিতে পারেননি বুমরা। স্বাভাবিকভাবেই ফের তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে।
আন্তর্জাতিক কেরিয়ারে বারবার চোট-আঘাতে জর্জরিত হয়েছেন বুমরা। বারবার এই সমস্যা দেখা দেওয়ার মূল কারণ, তাঁর বোলিং অ্যাকশন। যা প্রথাগত অ্যাকশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ছোট রান-আপ নিয়ে পিঠের উপর জোর চাপ দিয়ে বল করে থাকেন বুমরা। ক্রিকেটে এমন একটা সময় চলছে যখন সুস্থতার জন্য পর্যাপ্ত সময় পান না ক্রিকেটাররা, সেই সময় এরকম দৈহিক কসরতের অ্যাকশন বুমরার ক্রিকেট কেরিয়ারকে ছোট করে দিতে পারে বলে অনেকেই আশঙ্কা প্রকাশ করে থাকেন।
চলতি ইংল্যান্ড সফরে, শুরুটা দারুণ হয়েছিল বুমরার। কিন্তু, এই চতুর্থ টেস্টে ফর্ম পড়ে গেছে ভারতের তারকা বোলারের। ম্যাঞ্চেস্টারে ফাইনাল সেশন চলাকালীন পেসারকে ড্রেসিং রুমে ফিরে যেতে দেখা যায়। যা তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে জল্পনা উস্কে দেয়। যদিও বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়ে দিয়েছেন যে, বুমরা আহত নন। এই টেস্টে বুমরার বলের গতি চিন্তা বাড়িয়েছে। ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিবেগে মাত্র একটি বল করেছেন বুমরা। যা তাঁর পক্ষে একটা বিরল ঘটনা।
এই পরিস্থিতি বিশ্লেষণ করে এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে কাইফ বলছেন, "আমার মনে হয়, আগামী দিনে যশপ্রীত বুমরাকে টেস্ট ম্যাচ খেলতে দেখা যাবে না, এমনকী তিনি অবসরও নিতে পারেন। শরীর নিয়ে লড়াই করতে হচ্ছে ওঁকে, আস্তে বল করছেন এবং এই টেস্ট ম্যাচে কোনও গতিও দেখা যাচ্ছে না।" তাঁর সংযোজন, "উনি একজন স্বাধীন মানুষ, যদি উনি মনে করেন যে নিজের ১০০ শতাংশ দিতে পারছেন না, দেশের জন্য জিততে পারছেন না, উইকেট নিতে পারছেন না, তাহলে উনি নিজেই সরে যাবেন, আমার এটাই মনে হচ্ছে।"






















