এক্সপ্লোর
সচিন, লারা, পন্টিং, কালিস, সঙ্গাকারার মধ্যে তুলনায় কাকে এগিয়ে রাখলেন মহম্মদ ইউসুফ?
একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান ও শতরানের রেকর্ড সচিনের দখলে। তিনি ৪৬৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৮,৪২৬ রান করেন। ২০০ টেস্ট ম্যাচে তাঁর রান ১৫,৯২১। টেস্ট ও একদিনের আন্তর্জাতিক মিলিয়ে তাঁর শতরান ১০০টি।

করাচি: সমসাময়িক চার ব্যাটসম্যান ব্রায়ান লারা, রিকি পন্টিং, জ্যাক কালিস ও কুমার সঙ্গাকারার চেয়ে সচিন তেন্ডুলকরকে এগিয়ে রাখলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ। ট্যুইটারে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে কথোপকথনের সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সচিন এক নম্বরে। দ্বিতীয় স্থানে লারা। তিন নম্বরে পন্টিং। শেষ দু’টি স্থানে যথাক্রমে কালিস ও সঙ্গাকার।’
একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান ও শতরানের রেকর্ড সচিনের দখলে। তিনি ৪৬৩টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৮,৪২৬ রান করেন। ২০০ টেস্ট ম্যাচে তাঁর রান ১৫,৯২১। টেস্ট ও একদিনের আন্তর্জাতিক মিলিয়ে তাঁর শতরান ১০০টি।
সচিনের তুলনায় মোট রানের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে লারা। তিনি ১৩১ টেস্ট করেন ১১,৯৫৩ রান। ২৯৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর রান ১০,৪০৫।
সচিন ও লারাকে তাঁর দুই প্রিয় ক্রিকেটার বলে উল্লেখ করেছেন ইউসুফ। তিনি নিজের সেরা ইনিংস বলে উল্লেখ করেছেন ১৯৯৯ সালে ইডেন টেস্টের ইনিংসটিকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ক্রিকেট
খবর
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
