এক্সপ্লোর
Advertisement
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, টি-২০-তে প্রত্যাবর্তন মহম্মদ শামির
উইকেটরক্ষক হিসেবে আছেন ঋষভ পন্থই। বাঁ হাতি ওপেনার শিখর ধবনের ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও, তাঁকে আরও একটি সুযোগ দেওয়া হল।
কলকাতা: আগামী মাসে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল আজ। টি-২০ দলে ফিরলেন বাংলার পেসার মহম্মদ শামি। চোট সারিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারও। এছাড়া দলে কোনও উল্লেখযোগ্য বদল হয়নি। উইকেটরক্ষক হিসেবে আছেন ঋষভ পন্থই। বাঁ হাতি ওপেনার শিখর ধবনের ফর্ম নিয়ে প্রশ্ন উঠলেও, তাঁকে আরও একটি সুযোগ দেওয়া হল।
টি-২০ সিরিজ শুরু হচ্ছে ৬ ডিসেম্বর থেকে। প্রথম ম্যাচ মুম্বইয়ে। পরের দু’টি ম্যাচ ৮ ও ১১ ডিসেম্বর যথাক্রমে তিরুঅনন্তপুরম ও হায়দরাবাদে। একদিনের সিরিজের প্রথম ম্যাচ ১৫ ডিসেম্বর চেন্নাইয়ে। পরের ম্যাচ ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনমে। শেষ ম্যাচে ২২ ডিসেম্বর কটকে।
ALERT🚨: #TeamIndia for the upcoming @Paytm series against West Indies announced. #INDvWI pic.twitter.com/7RJLc4MDB1
— BCCI (@BCCI) November 21, 2019
টি-২০ সিরিজের ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, লোকেশ রাহুল, শিখর ধবন, ঋষভ পন্থ, মণীশ পাণ্ডে, শ্রেয়স আয়ার, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, দীপক চাহার, ভুবনেশ্বর কুমার ও মহম্মদ শামি।
একদিনের সিরিজের ভারতীয় দল- বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধবন, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, মণীশ পাণ্ডে, শ্রেয়স আয়ার, কেদার যাদব, রবীন্দ্র জাডেজা, শিবম দুবে, যুজবেন্দ্র চাহল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, দীপক চাহার ও ভুবনেশ্বর কুমার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement