Shami On PM Modi: 'দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুন', অস্ত্রোপচারের পর প্রধানমন্ত্রীর বার্তা পেয়ে উৎফুল্ল শামি
PM Modi Wishes Mohammed Shami: সোমবার হাসপাতালের বিছানায় শোওয়া অবস্থায় নিজের ছবি পোস্ট করেন শামি। সেই সঙ্গে এ-ও স্পষ্ট হয়ে যায় যে, তিনি আইপিএলেও খেলবেন না।
নয়াদিল্লি: বিশ্বকাপের পর থেকেই তিনি মাঠের বাইরে। গোড়ালির চোটে কাবু ছিলেন। লন্ডনে অস্ত্রোপচার করাতে হয়েছে মহম্মদ শামিকে (Mohammed Shami)। নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সেই খবর দিয়েছিলেন ভারতের তারকা পেসার। তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির (PM Narendra Modi) বার্তা পেয়ে উচ্ছ্বসিত ডানহাতি ফাস্টবোলার।
সোমবার নিজের শারীরিক অবস্থা নিয়ে বড় খবর দেন শামি। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ও পরে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও খেলতে দেখা যায়নি শামিকে। সোমবার হাসপাতালের বিছানায় শোওয়া অবস্থায় নিজের ছবি পোস্ট করেন শামি। সেই সঙ্গে এ-ও স্পষ্ট হয়ে যায় যে, তিনি আইপিএলেও খেলবেন না। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে এখনও আশাবাদী তিনি। আর অস্ত্রোপচারের পর শামি পেয়ে গেলেন প্রধানমন্ত্রীর বার্তা।
নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'দ্রুত আরোগ্য কামনা করি। সেরে উঠুন তাড়াতাড়ি মহম্মদ শামি। আপনার মধ্যে যা সাহস রয়েছে, তা দিয়ে খুব দ্রুত এই চোট কাটিয়ে উঠবেন বলে আশা করছি।'
প্রধানমন্ত্রীর উদ্দেশে পাল্টা কৃতজ্ঞতা জানিয়েছেন শামি। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা আমাকে অবাক করেছে। উনি আমার দ্রুত সুস্থতা কামনা করেছেন। ওঁর শুভেচ্ছাবার্তা আর উদারতা আমার কাছে অনেক। মোদি স্যর, আপনাকে অনেক ধন্যবাদ। এই কঠিন সময় সমর্থন আর প্রার্থনা করার জন্য। দ্রুত সেরে ওঠার জন্য কঠিন পরিশ্রম করব।'
Wishing you a speedy recovery and good health, @MdShami11! I'm confident you'll overcome this injury with the courage that is so integral to you. https://t.co/XGYwj51G17
— Narendra Modi (@narendramodi) February 27, 2024
আরও পড়ুন: এই প্রাণায়মে ১০ মিনিটেই দূর হবে সারাদিনের ক্লান্তি, শিখে নিলেন সৌরভও
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে