লাজংয়ের সঙ্গে ড্র করে লিগ-শীর্ষে মোহনবাগান
শিলং: জেজের গোলে এগিয়ে গিয়েও ড্র। আইলিগের অ্যাওয়ে ম্যাচে লাজংয়ের সঙ্গে ১-১ ড্র মোহনবাগানের। ৩০ পয়েন্ট নিয়ে লিগ-শীর্ষে সবুজ মেরুন। ২ নম্বরে আইজল। আইলিগের অ্যাওয়ে ম্যাচে লাজংয়ের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হল মোহনবাগানকে। ম্যাচ ড্র ১-১ গোলে। তবে, আগাগোড়া লাজং যে কর্তৃত্ব নিয়ে খেলেছে, তাতে সবুজ মেরুন পয়েন্ট খোয়ালেও আশ্চর্য হওয়ার কিছু ছিল না। এদিন ডার্বির প্রথম একাদশই নামিয়েছিলেন সঞ্জয় সেন। প্রথমার্ধে বাগান-বক্সে লাজংয়ের একের পর এক আক্রমণ আছড়ে পড়ে। কিন্তু, বাঁচিয়ে দিল দেবজিতের হাত। দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটের মাথায় গোল করেন পরিবর্ত ফুটবলার জেজে। ঠিক তার পরের মুহূর্তেই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান দিপান্দা। ম্যাচের শেষের দিকে কাটসুমি, বলবন্ত, শেহনাজ সিংহরা সুযোগ তৈরি করলেও লক্ষ্যভেদ হয়নি। এদিনের ড্রয়ের সুবাদে ৩০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে উঠে এল সবুজ মেরুন। গোল পার্থক্যে পিছিয়ে থেকে ২ নম্বরে আইজল। শনিবার বাগানের সামনে মিনার্ভা পঞ্জাব। খেতাবের পথ মসৃণ করতে জয়ের লক্ষ্যেই ঝাঁপাবে সঞ্জয় সেন ব্রিগেড।