Mohun Bagan Supergiant: হাঁটুতে চোট পেয়ে আইএসএল থেকে ছিটকে গেলেন মোহনবাগানের আশিক কুরুনিয়ান
Ashique Kuruniyan Ruled Out: গতকাল মোহনবাগানের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় সারা মরসুমে তাঁকে আর পাওয়া যাবে না। সবুজ মেরুন বাহিনীর ডুরান্ড কাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন আশিক।
কলকাতা: আসন্ন আইএসএলে মাঠে নামতে পারবেন না আশিক কুরুনিয়ান। হাঁটুর চোটে ছিটকে গেলেন এই তরুণ ফুটবলার। মোহনবাগান সুপারজায়ান্টসের জার্সিতে আইএসএলে খেলতে দেখা যাবে না আশিককে। ভারতীয় দলের হয়ে তাইল্যান্ডে কিংস কাপ খেলতে গিয়ে ইরাকের বিরুদ্ধে ম্যাচে হাঁটুর লিগামেন্টে চোট পান সবুজ-মেরুন তারকা। সূত্রের খবর, তাঁর লিগামেন্টের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। গতকাল মোহনবাগানের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় সারা মরসুমে তাঁকে আর পাওয়া যাবে না। সবুজ মেরুন বাহিনীর ডুরান্ড কাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন আশিক।
কিছুদিন আগেই ইরাকের বিরুদ্ধে খেলতে নেমে হাঁটুতে চোট পান সবুজ মেরুন তারকার আশিক কুরুনিয়ান। পরে লেবানন ম্যাচেও দেখা যায়নি আর। পরে ক্লাবের হাতে তুলে দেওয়া হয় কুরুনিয়ান। তাই কেরালার এই তারকার ইনজুরির ফলে এবারের আইএসএলের পাশাপাশি এএফসি কাপের ক্ষেত্রে ও যে বড়সড় প্রভাব আসতে চলেছে দলের মধ্যে তা আন্দাজ করাই যায়। কিন্তু প্রশ্ন হল তার বদলে কাকে রাখবেন স্কোয়াডে? এক্ষেত্রে লিস্টন কোলাসোর নাম একাধিকবার উঠে তার একার উপরেই ভরসা রাখতে রাজি নন ফেরেন্দো। আসন্ন আইএসএলে নজরে আসতে পারেন মোহনবাগানের যে যে ফুটবলাররা