দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে নেই ধোনি, প্রত্যাবর্তন ‘ফিট’ হার্দিকের
বৃহস্পতিবার, ঘরের মাটিতে তিন-ম্যাচের সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই।
নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে ভারতীয় দলে নেই মহেন্দ্র সিংহ ধোনি। ফিট হয়ে প্রত্যাবর্তন হার্দিক পাণ্ড্যর। বৃহস্পতিবার, ঘরের মাটিতে তিন-ম্যাচের সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানে ধোনির নাম নেই। যদিও, জাতীয় নির্বাচক কমিটি তাঁর সঙ্গে কথা বলেছেন কি না সেই নিয়ে কোনও খবর মেলেনি। সেনার সঙ্গে ২ সপ্তাহ কাশ্মীরে কাটানোর পর বর্তমানে পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন মাহি। হার্দিকের সামান্য চোট ছিল। যে কারণে, তাঁকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। এখন ফিট হয়ে ওঠায় তাঁকে পুনরায় দলে রাখা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার যে দল ছিল, সেটাই প্রায় রাখা হয়েছে। শুধু বাদ পড়েছেন ভুবনেশ্বর কুমার। এবার তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এক ঝলকে ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, কে এল রাহুল, শিখর ধবন, শ্রেয়স আয়ার, মনীশ পাণ্ডে, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, ক্রুনাল পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, রাহুল চহার, খলিল আহমেদ, দীপক চহার ও নবদীপ সাইনি।