MS Dhoni Sachin Photo: ক্রিকেট মাঠ নয়, হঠাৎই টেনিস কোর্টে এক ফ্রেমে ধরা দিলেন সচিন, ধোনি
Sachin-Dhoni: টেনিস কোর্টে খোশমেজাজে দেখা গেল দুই ভারতীয় প্রাক্তনীকে। কিন্তু হঠাৎ টেনিস কোর্টে কী করছেন সচিন, ধোনি?
![MS Dhoni Sachin Photo: ক্রিকেট মাঠ নয়, হঠাৎই টেনিস কোর্টে এক ফ্রেমে ধরা দিলেন সচিন, ধোনি MS Dhoni Sachin Tendulkar At Tennis Court During Ad Shoot Legends Reunited See Photo MS Dhoni Sachin Photo: ক্রিকেট মাঠ নয়, হঠাৎই টেনিস কোর্টে এক ফ্রেমে ধরা দিলেন সচিন, ধোনি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/06/788a0e3ecebb2fc64020c1d2daa1a4f61665060623454507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে গণ্য করা হয় মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) ও সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। নিজেদের সময়ে একসঙ্গে অনেক ম্যাচই জিতিয়েছেন ভারতকে। তবে এবার ক্রিকেট মাঠ নয়, দুই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার টেনিস কোর্টেই এক ফ্রেমে ধরা দিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তাঁদের ছবি।
ভাইরাল ছবি
ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে দুই বছর আগেই বিদায় জানিয়েছেন। সচিন তাঁরও সাত বছর আগে, ২০১৩ সালে অবসর নিয়েছেন। তাও বিজ্ঞাপনের জগতে এখনও দুই প্রাক্তনীই রমরমিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁদের জনপ্রিয়তায়ও বিন্দুমাত্র টান পড়েনি। এক বিজ্ঞাপনের শ্য়ুটেই দেখা হল দুই কিংবদন্তির। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুই তারকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ধোনিকে একেবারে সোশ্যাল মিডিয়ায় তেমন আপডেট দিতে দেখা যায় না। তিনি তো রয়েইছেন, তাঁর সঙ্গে আবার সচিনও রয়েছেন। তাই স্বাভাবিকভাবেই এই ছবি দ্রুত ভাইরাল হয়।
কেন টেনিস কোর্টে কিংবদন্তিরা?
ছবিতে দুই তারকাকে কোর্ট টেনিস রাকেট হাতে দেখা যায়। তাঁদের একসঙ্গে হাসিমুখে গল্প করতেও দেখা যায়। সচিন ও ধোনি একসঙ্গে ২০১১ সালের বিশ্বকাপ জিতেছিলেন। দুইজনেই জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন অতীতে। সচিন ভারতের হয়ে ২০০টি টেস্টে, ৪৬৩টি ওয়ান ডে এবং একটি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ান ডে এবং টেস্টে সর্বকালের সর্বাধিক রান সংগ্রাহক তিনি। অপরদিকে, ধোনি জাতীয় দলের হয়ে ৯০টি টেস্ট, ৩৫০টি ওয়ান ডে এবং ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
Legends reunited for an ad shoot 💛#MSDhoni #SachinTendulkar pic.twitter.com/YFor8fdcGx
— WhistlePodu Army ® - CSK Fan Club (@CSKFansOfficial) October 6, 2022
ভারতকে নেতৃত্ব দিয়ে ২০১১ সালের ৫০ ওভারের বিশ্বকাপ, ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছেন ধোনি। হঠাৎই সকলকে চমকে দিয় বছর দু'য়েক আগে আন্তজার্তিক ক্রিকেটকে বিদায় জানালেও, আইপিএলে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন ধোনি। অবশ্য পরের বছর ধোনি আইপিএলে খেলবেন কি না, সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। অপরদিকে, সচিন মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফের অংশ। খেলা ছেড়ে দেওয়ার এত বছর পরেও, দুই জনের একসঙ্গে ছবি ভাইরাল হওয়াটাই দুইজনের জনপ্রিয়তার প্রমাণ দেয়।
আরও পড়ুন: মিশন টি-টোয়েন্টি বিশ্বকাপ, অস্ট্রেলিয়া পাড়ি দিল রোহিত বাহিনী
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)