আগামী ১ জুন থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে। সেখানে ভারতের প্রথম ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে আগামী ৪ জুন। এর মধ্যেই, ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনি একটা বড় রেকর্ডের মুখে দাঁড়িয়ে। সব ছবি সৌজন্য- এপি/এএফপি
2/7
ধোনির সামনে এখন সঙ্গকরার রেকর্ড ভাঙার হাতছানি রয়েছে। তবে, এই লক্ষ্য সহজ নয়। উপরন্তু, এটিই ধোনির শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট হতে পারে।
3/7
বর্তমান ক্রিকেটারদের মধ্যে ধোনির পরই রয়েছেন ইংল্যান্ডের জোস বাটলার। তাঁর শিকার সংখ্যা ৯। তাঁর পর রয়েছে ভারতের দীনেশ কার্তিক (তিন ক্যাচ) এবং ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান (৩ ক্যাচ)।
4/7
তৃতীয় রয়েছেন দক্ষিণ আফ্রিকার মার্ক বাউচার। তাঁর শিকার সংখ্যা ১৯ (১৭ ক্যাচ, ২ স্টাম্পিং)।
5/7
সঙ্গকরার পর রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট। তাঁর শিকার সংখ্যা ২৫ (২৩ ক্যাচ, ২স্টাম্পিং)। কিন্তু, তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
6/7
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুমার সঙ্গকরা এখনও পর্যন্ত ৩৩টি শিকার করেছেন। কিন্তু, এখনও খেলা চালিয়ে যাওয়া ধোনি তাঁকে ছাপিয়ে যেতে পারেন আসন্ন টুর্নামেন্টে। ২২ ম্যাচে সঙ্গকরার শিকার ৩৩। এর মধ্যে ২৮টি ক্যাচ ও পাঁচটি স্টাম্পিং।
7/7
এখনও পর্যন্ত ১১ ম্যাচে ধোনির শিকার সংখ্যা ১৫। এর মধ্যে রয়েছে ১১টি ক্যাচ ও চারটি স্টাম্পিং।