MSD With Bomman Bellie: ওঁদের গল্পই জিতেছিল অস্কার, এবার বোমান-বেইলির সঙ্গে দেখা করলেন ধোনি
Elephant Wishperers Bomman, Bellie: এই বছর স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে অস্কার জিতেছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। মঞ্চে উঠে অস্কারের স্মারক গ্রহণ করেন তথ্যচিত্রের পরিচালক কার্তিকি গনসালভেস
চেন্নাই: তাঁদের গল্পই রুপোলি পর্দায় অস্কার জিতে নিয়েছিল। এবার সেই 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' খ্যাত বোমান ও বেইলির সঙ্গে দেখা করলেন এম এস ধোনি। সিএসকের জার্সিও উপহার দিলেন মাহুত দম্পতিকে। এই বছর স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে অস্কার জিতেছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’। এবার এই গল্পের নেপথ্যের ২ চরিত্র বোমান ও বেইলি ও তথ্যচিত্রের ডিরেক্টর কার্তিকি গঞ্জালভেসকে সংবর্ধিত করা হল সিএসকের তরফে।
দিল্লির বিরুদ্ধে আজ মাঠে নামার কথা চেন্নাইয়ের। তার আগের দিন মঙ্গলবার সিএসকের অনুশীলনের মাঝেই চিপকে এসেছিলেন বোমান, বেইলি ও কার্তিকি। সঙ্গে ছিল অস্কারজয়ী ট্রফিও। অস্কারজয়ীদের সঙ্গে দেখা করলেন ২ বারের বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক এম এস ধোনি। তিন জনের হাতে তুলে দেন তাঁদের নামাঙ্কিত চেন্নাই সুপার কিংস-এর জার্সিও। সিএসকের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
উল্লেখ্য, আরও এক ৪ মাসের হস্তিশাবকের দায়িত্ব পেয়েছিলেন 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' (The Elephant Whisperers)-এর দম্পতি বোমান ও বেইলি। তামিলনাড়ুর বন দফতর উদ্ধার করেছে একটি ৪ মাসের হস্তিশাবককে। অনেক চেষ্টা করেও তাকে দলে ফেরাতে পারেননি বন দফতরের কর্মীরা। আর তাই সেই হস্তিশাবকদের দেখাশোনা করার দায়িত্ব পড়েছে ওই মাহুত দম্পতির ওপর।
চেন্নাই সুপার কিংস এর সিইও কাশী বিশ্বনাথন বলেন, ''বোমান, বেলি এবং কার্তিকির এই সফরকে উদ্যাপন করতে পেরে আমরা উচ্ছ্বসিত। হস্তী সংরক্ষণ এই সময়ে দাঁড়িয়ে খুবই গুরুত্বরপূর্ণ। তাই আম্মু এবং রঘুর (তথ্যচিত্রে দেখানো দুই হস্তী শাবক) পরিচর্যার ব্যয়ভার কিছুটা বহন করতে পেরে আমরা খুবই খুশি।''
আইপিএলে আজ সিএসকে বনাম দিল্লি
আইপিএলে আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে এই প্রথমবার মুখোমুখি হতে চলেছে এই দুটো দল। চেন্নাই পয়েন্ট টেবিলে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে ১১ ম্য়াচে ১৩ পয়েন্ট ঝুলিতে পুরেছে এম এস ধােনি। অন্যদিকে ১০ দলের পয়েন্ট টেবিলে নয় নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ১১টি ম্যাচ খেলে ঝুলিতে ৮ পয়েন্ট পুরেছে ডেভিড ওয়ার্নার।
প্লে অফের দৌড়ে এই মুহূর্তে চেন্নাই অনেক এগিয়ে রয়েছে। অন্য়দিকে প্লে অফে টিকে থাকতে হলে দিল্লিকে আর কোনও ম্যাচ হারলে হবে না। এমনকী অন্য দলের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। দুটো দলই তাঁদের শেষ ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। মুম্বইকে হারিয়ে দিয়েছিলেন চেন্নাই। অন্যদিকে আরসিবির বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়ে এবার মাঠে নামতে চলেছে ওয়ার্নার বাহিনী।