K L Rahul: জার্মানিতে সফল অস্ত্রোপচার, নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন রাহুল
K L Rahul Update: আগেই জার্মানি উড়ে গিয়েছিলেন। এবার সেখান থেকে সোশ্য়াল মিডিয়ায় ছবি পোস্ট করলেন কে এল রাহুল (K L Rahul)। জানিয়ে দিলেন তাঁর সফল অস্ত্রোপচার হয়ে গিয়েছে।
মিউনিখ: সব কিছু ঠিক থাকলে তিনি এখন থাকতেন ইংল্যান্ডে। আগামীকাল থেকে শুরু হতে চলা ভারত -ইংল্যান্ড (IND vs ENG) টেস্ট সিরিজের প্রস্তুতি সারতেন। কিন্তু চোট তাঁর সেই আশায় জল ঢেলে দিয়েছিল আগেই। কুঁচকির চোটের অস্ত্রোপচারের জন্য আগেই জার্মানি (Germany) উড়ে গিয়েছিলেন। এবার সেখান থেকে সোশ্য়াল মিডিয়ায় ছবি পোস্ট করলেন কে এল রাহুল (K L Rahul)। জানিয়ে দিলেন তাঁর সফল অস্ত্রোপচার হয়ে গিয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।
কী পোস্ট করেছেন রাহুল
নিজের ইনস্টাগ্রামে ছবির সঙ্গে ক্যাপশনে রাহুল লিখেছেন, ''সবাইকে ধন্যবাদ জানাতে চাই প্রথমেই। আমার জন্য গত কয়েক সপ্তাহ খুব কঠিন ছিল। তবে আমার সফল অস্ত্রোপচার হয়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। আপনাদের প্রার্থনা ও মেসেজের জন্য আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ সবার কাছে। খুব তাড়াতাড়িই দেখা হচ্ছে।''
View this post on Instagram
ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে বেছ নেওয়া হয়েছিল রাহুলকে। কিন্তু ম্যাচের আগের দিনই চোট পেয়ে ছিটকে যান তরুণ এই তারকা ব্যাটার। তবে রাহুল ঠিক কবে মাঠে পুরোপুরি ফিরতে পারবেন, তা এখনও কিছু জানানো হয়নি। বিসিসিআই সূত্র মারফৎ বলা হয়েছে যে, আপাতত কিছুদিন বিশ্রামের পর এনসিএতে ফিটনেস টেস্ট দেবেন আইপিএল লখনউ সুপারজায়ান্টসের অধিনায়ক।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপের টিকিট কীভাবে মিলবে? লিঙ্ক ক্লিক করলেই জানতে পারবেন