এক্সপ্লোর
কোনও অন্যায় করিনি, নিজেকে প্রমাণের জন্য সব কিছু করব, বলছেন বিধ্বস্ত নরসিংহ যাদব

রিও দি জেনেইরো: রিও অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন শেষ। সামনে ঝুলছে ৪ বছর সাসপেনশনের খাঁড়া। কেরিয়ারটাই কি তাহলে শেষ হয়ে গেল তরুণ কুস্তিগীরের? তা মনে করেন না নরসিংহ যাদব। জানাচ্ছেন, তিনি যে কোনওভাবেই ডোপিংয়ের আশ্রয় নেননি, তা প্রমাণ করার জন্য সব কিছু করবেন তিনি। নরসিংহের কথায়, কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টস তাঁকে রিওয় যোগ নিতে না দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে তিনি ভেঙে পড়েছেন বললে ছোট করে বলা হয়। কুস্তির ম্যাটের বাইরেও গত দুমাসে প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে টানা লড়তে হয়েছে তাঁকে। কিন্তু দেশের জন্য গৌরব নিয়ে আসার আকাঙ্খা তাঁকে প্রেরণা জুগিয়েছে বারবার। প্রথম লড়াইয়ের মাত্র ১২ ঘণ্টা আগে দেশের জন্য মেডেল নিয়ে আসার স্বপ্ন তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করতে যত দূর যাওয়া সম্ভব তিনি যাবেন। লড়াইয়ের জন্য তাঁর এখন এটুকুই শুধু বেঁচে আছে।
ডোপ কেলেঙ্কারির পর রিও আসার ছাড়পত্র পেলেও ম্যাটে নামার ঠিক ৩দিন আগে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডা তাঁকে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি যে ক্লিনচিট দিয়েছে, তার বিরুদ্ধে আবেদন করে কোর্ট অফ আর্বিট্রেশন অফ স্পোর্টসে। ভারতীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে সিএএস নাডার রায় খারিজ করে জানিয়ে দেয়, রিওয় খেলতে পারবেন না নরসিংহ, ৪ বছর সাসপেন্ড থাকবেন তিনি। নরসিংহের স্পনসর জেএসডব্লিউ স্পোর্টস অবশ্য তাঁর পাশেই রয়েছে। ৭৪ কেজি বিভাগে নামতে চলা কুস্তিগীর বারবার দাবি করেন, ডোপ নিজে থেকে করেননি, চক্রান্তের শিকার হয়েছেন তিনি। স্পনসর সংস্থাটি বলেছে, নরসিংহের লড়াইয়ে তাঁর পাশে থাকবে তারা। তাঁর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ যদি আরও প্রমাণ মেলে, তবে সাসপেনশন তুলে নেওয়ার জন্য ওয়াডায় আবেদনও করবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ইন্ডিয়া
খবর
আইপিএল
Advertisement
