IPL 2023: নির্বাচকদের নজরে রয়েছে জয়সওয়াল, খুব তাড়াতাড়ি দেশের হয়ে খেলবে: শাস্ত্রী
Ravi Shastri On Jaiswal: এছাড়াও এই মুহূর্তে আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডও জয়সওয়ালের ঝুলিতে।
জয়পুর: আইপিএলে দুর্দান্ত পারফর্ম। অরেঞ্জ ক্যাপের দৌড়ে ভীষণভাবে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। এখনও পর্যন্ত ঝুলিতে ৫৭৫ রান পুরে নিয়েছেন। রয়েছে চলতি মরসুমে যে কোনও ব্যাটারের করা সর্বোচ্চ রানও। এছাড়াও এই মুহূর্তে আইপিএলের ইতিহাসে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডও জয়সওয়ালের ঝুলিতে। অনেকেই জাতীয় দলে যশস্বীকে দেখতে চাইছেন। সেই জল্পনাই এবার উসকে দিলেন রবি শাস্ত্রী।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেন, ''নির্বাচকরা কিন্তু খুব কাছ থেকে জয়সওয়ালের ব্যাটিং, ওর পারফরম্যান্স পরখ করছেন। আমি নিশ্চিত খুব তাড়াতাড়িই জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে জয়সওয়ালকে। সবচেয়ে ভাল বিষয় হল নিজের কেরিয়ার গ্রাফটা দুর্দান্তভাবে এগিয়ে নিয়ে চলেছে ও। টাইমিংও আসাধারণ। জয়সওয়ালের ভবিষ্যৎ অসাধারণ।''
১২ ম্যাচ খেলে এখনও পর্যন্ত ৫৭৫ রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। ১টি সেঞ্চুরি ও ৪টি অর্ধশতরান হাঁকিয়েছেন জয়সওয়াল। ৫২.২৭ গড়ে ব্যাটিং করেছেন যশস্বী। ১৬৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন জয়সওয়াল।
ক্যান্সার আক্রান্ত হিথ স্ট্রিক
শরীরে মারণরোগ বাসা বেঁধেছে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার ও জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিকের। আফ্রিকান উপমহাদেশের অন্যতম সেরা ক্রিকেটারদের মধ্যে একজন স্ট্রিক। জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই প্রাক্তন অলরাউন্ডার। জিম্বাবোয়ের বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক শন উইলিয়ামস তাঁর বিবৃতিতে জানিয়েছেন, ''হিথ কোলন এবং লিভারের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। যা বর্তমানে চার নম্বর স্টেজে আছে। এই পর্যায়ে আমি যা জানি তা হল, হিথের নিকটবর্তী ও পরিবারকে দক্ষিণ আফ্রিকায় ডাকা হয়েছে তার সঙ্গে দেখা করতে।''
জিম্বাবোয়ের ক্রীড়ামন্ত্রী তাঁর ট্যুইটারে লিখেছেন, ''জীবনের শেষ পর্যায়ে রয়েছেন হিথ স্ট্রিক। তাঁর পরিবারের সদস্যরা দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিয়েছেন। একমাত্র কিছু মিরাক্যালই হয়ত ওঁকে বাঁচাতে পারে। গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষের কাছে আবেদন, সবাই প্রার্থনা করুন।''
দেশের জার্সিতে ১৯৯৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হিথ স্ট্রিকের। ১৯৯৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত জাতীয় দল জার্সিতে খেলেছেন তিনি। ৪৯ বছর বয়সি এই প্রাক্তন অলরাউন্ডার দেশের হয়ে ৬৫টি টেস্ট খেলেছেন। একই সঙ্গে ১৮৯টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। টেস্টে তাঁর ঝুলিতে রয়েছে ২১৬ উইকেট। ওয়ান ডে ফর্ম্যাটে ২৩৯ উইকেট নিয়েছেন স্ট্রিক। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।