Neeraj Chopra: ভিন্নরূপে নীরজ, ডান্স ফ্লোরে ঝড় তুললেন ভারতীয় অ্যাথলিট
Neeraj Chopra Dances: সম্প্রতি মুম্বই ভারতীয় ক্রীড়াবিদদের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান শেষে হার্ডি সিন্ধুর প্রসিদ্ধ ট্র্যাক বিজলি বিজলিতে কোমর দোলান নীরজ।
মুম্বই: টোকিও অলিম্পিক্সে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছিলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। তারপর দিন যত গড়িয়েছে ততই ভারতীয় অ্যাথলিটের জনপ্রিয়তা বেড়েছে। তবে এবার এক সম্পূর্ণ ভিন্নরূপে নীরজকে দেখা গেল। তিনি ক্রীড়াক্ষেত্রে নয়, এবার নীরজ ডান্স ফ্লোরে ঝড় তুললেন। মুহূর্তেই ভাইরাল হল তাঁর ভিডিও।
ভিন্নরূপে নীরজ
সম্প্রতি মুম্বই ভারতীয় ক্রীড়াবিদদের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান শেষে হার্ডি সিন্ধুর প্রসিদ্ধ ট্র্যাক বিজলি বিজলিতে কোমর দোলান নীরজ। তাঁর সঙ্গে সোশ্যাল মিডিয়ার আরও বেশ কিছু জনপ্রিয় মুখকেও এই গানের ছন্দে নাচতে দেখা যায়। দুর্দান্ত নাচে মঞ্চ মাতানোর পর নীরজ কিন্তু সকলের সঙ্গে হাতও মেলান।
View this post on Instagram
খেলা নিয়ে সংশয়
আইপিএলের (IPL 2023) ১৬তম সংস্করণ শুরু হতে আর দিনকয়েক বাকি। ১ এপ্রিল নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। গতবার নিজেদের প্রথম আইপিএল মরসুমেই প্লে-অফে পৌঁছেও খেতাব জিততে পারেনি নবাবদের শহরের ফ্রাঞ্চাইজি। নতুন মরসুমে সেই অধরা স্বপ্নপূরণের লক্ষ্যেই মাঠে নামবেন কেএল রাহুলরা। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেল লখনউ।
গত বছর উত্তরপ্রদেশের বাঁ-হাতি ফাস্ট বোলার মহসিন খান (Mohsin Khan) কিন্তু লখনউয়ের হয়ে বেশ প্রভাবিত করেছিলেন। তাঁর ঝুলিতে ৯ ম্যাচে ১৪ উইকেট ছিল। এ মরসুমেও লখনউ সমর্থকরা মহসিনের ভাল পারফরম্যান্সের আশায় ছিলেন। তবে সে গুড়ে বালি। একাধিক রিপোর্ট অনুযায়ী, মহসিন আসন্ন আইপিএল মরসুমের সিংহভাগ ম্যাচই খেলতে পারবেন না। তাঁর বোলিং কাঁধের একাধিক জায়গায় রক্ত জমাট বেঁধে যাওয়ায় মহসিনকে অস্ত্রোপ্রচার করাতে হয়। সেই অস্ত্রোপ্রচার করানোর পর মহসিন এখনও বোলিংই শুরু করেননি বলে খবর।
২০২২ মরসুমের শেষের দিকে মহসিন কাঁধে অস্বস্তি বোধ করেন। মহসিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও নিজের চোট পরীক্ষা করানোর জন্য যান। তারপরেই অস্ত্রোপ্রচারের মাধ্যমে তাঁর কাঁধের জমাট বাঁধা রক্ত বের করা হয়। তারপর তিনি বর্তমানে লখনউয়ের অনুশীলনে যোগ দিয়েছেন। অনুশীলনে ব্যাটিংও করতে দেখা গিয়েছে মহসিনকে। তবে বোলিং ধকল সহ্য করার জন্য তাঁর কাঁধ এখনও প্রস্তুত নয়, সেই কারণেই এখনও বোলিং শুরু করেননি তিনি
আরও পড়ুন: 'দেশকে গর্বিত করেছ', বিশ্বজয়ী স্বাতীকে শুভেচ্ছাবার্তা মমতা বন্দোপাধ্যায়ের