Neeraj Chopra: অস্ত্রোপ্রচারে না! মাসশেষেই ফের প্রতিযোগিতায় নামতে চলেছেন নীরজ চোপড়া
Lausanne Diamond League: এই মাসের শেষের দিকে, ২২ অগাস্ট থেকে শুরু হতে চলেছে লুয়াসানে ডায়মন্ড লিগ।
নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে সোনা হাতছাড়া হয়েছে। ৮৯.৪৫ মিটার দূরে জ্যাভলিন ছুড়ে রুপো পেয়েই সন্তুষ্ট হতে হয়েছে নীরজ চোপড়াকে (Neeraj Chopra)। তাঁর ছয়টি থ্রোয়ের মধ্যে পাঁচটিই ফাউল হয়। অলিম্পিক্সের পর নীরজ জানিয়েছিলেন তিনি দীর্ঘমেয়াদি চোটে ভুগছেন। সেই কারণেই সেরাটা দিতে পারেননি। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময়ও এই চোটের কথা জানান ভারতীয় তারকা অ্যাথলিট। তবে চোট নিয়েই খেলা চালিয়ে যাবেন নীরজ। তিনি এই মাসেই আয়োজিত হওয়া লুয়াসানে ডায়মন্ড লিগে (Lausanne Diamond League) অংশগ্রহণ করতে চলেছেন।
নীরজ অলিম্পিক্সের পরেই চোট সারাতে দলের সঙ্গে কথা বলে অস্ত্রোপ্রচার করাবেন বলে পূর্বাভাস দিয়েছিলেন। তিনি বলেছিন, 'আমি আমার দলের সকলের সঙ্গে কথা বলে প্রয়োজনমতো একটা সিদ্ধান্ত নেব। আমার শরীরের যা পরিস্থিত, সেই নিয়েই নিজেকে টানছি। আজকের থ্রোটা ভাল ছিল। তবে আমার মধ্যে আরও অনেক দক্ষতা রয়েছে। তবে তার জন্য আমার নিজেকে ফিট রাখা প্রয়োজন। আমি ভেবেছিলাম আমি (আর্শাদের থ্রো) পার করে দেব। সেই আত্মবিশ্বাসটা ছিল। এই চোট নিয়েই তো আমি ৮৯.৯৪ মিটার (নিজের সেরা) থ্রো করেছিলাম। তবে আমার চোটের দিকেই তো আমার আধা মনসংযোগ চলে যায়। প্রয়োজন টেকনিকে নজর দেওয়া, তার বদলে আমায় চোটের কথা মাথায় রাখতে হচ্ছে।'
তবে এখন অনন্ত নীরজ অস্ত্রোপ্রচার করাচ্ছেন না। এই মাসের শেষের দিকেই তিনি ডায়মন্ড লিগে অংশগ্রহণ করার কথা ঘোষণা করেন। নীরজ বলেন, '২২ অগাস্ট থেকে শুরু হতে চলা ডায়মন্ড লিগে অবশেষে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি আমি।' এই টুর্নামেন্টে খেলার ফলে তাঁর অস্ত্রোপ্রচার এই মুহূর্তে করা সম্ভব নয়।
#WATCH | On his plans post his Olympic stint, Neeraj Chopra says, "... I have finally decided to participate in the Lausanne Diamond League, which begins August 22." pic.twitter.com/euMxssIYak
— ANI (@ANI) August 17, 2024
ভারতের তারকা অ্যাথলিট আপাতত স্যুইৎজারল্যান্ডের ম্যাগলিনজেনে রয়েছেন। সেখানেই কোচ ক্লউস বারটোনিয়েটজ় এবং তাঁর ফিজিও ঈশান মারওয়ার তত্ত্বাবধানে অনুশীলন করছেন তারকা অ্যাথলিট। চোট নিয়ে অলিম্পিক্সে রুপো এসেছে তাঁর ঝুলিতে। এবার ডায়মন্ড লিগে তিনি কী করেন, সেইদিকেই সবার নজর থাকবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দেশে ফিরলেন বিনেশ ফোগত, জনগণের অভ্যর্থনা, ভালবাসা পেয়ে কৃতজ্ঞ তারকা কুস্তিগীর