Vinesh Phogat: দেশে ফিরলেন বিনেশ ফোগত, জনগণের অভ্যর্থনা, ভালবাসা পেয়ে কৃতজ্ঞ তারকা কুস্তিগীর
Vinesh Phogat Welcome: বিনেশ ফোগতকে স্বাগত জানাতে হাজির ছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়াও। রাজধানীতে বিনেশকে স্বাগত জানানোর উদ্দেশ্যে হাজির হয়েছিলেন কংগ্রেস নেতা দীপেন্দর সিংহ হুডাও।
নয়াদিল্লি: লড়াই, লড়াই আর লড়াই। প্যারিস অলিম্পিক্সে (Paris OImypics 2024) এই লড়াই করেই কুস্তির ফাইনালে পৌঁছেছিলেন বিনেশ ফোগত (Vinesh Phogat)। দেশের হয়ে পদক নিশ্চিত করে ফেলেছিলেন। তবে ওজন সীমা লঙ্ঘন করায় ফাইনালে নামতে পারেননি তিনি। তারপরেও ফাইনালে ওঠার জন্য তাঁর প্রাপ্য রুপোর পদক যেন তাঁকে দেওয়া হয়, সেই নিয়ে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে মামলাও চালিয়েছেন। এই দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে দেশে ফিরলেন তারকা কুস্তিগীর।
বিনেশকে রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয় দিল্লি বিমানবন্দরে। তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়াও। রাজধানীতে বিনেশকে স্বাগত জানানোর উদ্দেশ্যে হাজির হয়েছিলেন কংগ্রেস নেতা দীপেন্দর সিংহ হুডাও। বিনেশকে নিয়ে রোড শোও করা হয়। দেশে ফিরে দেশবাসীর ভালবাসায় আপ্লুত এবং আবেগঘন বিনেশ। তিনি বলেন, 'আমার দেশবাসী আমায় যে ভালবাসা ও সম্মান দিয়েছেন, তার জন্য আমি তাঁদের কাছে চিরকৃতজ্ঞ।'
বিমানবন্দরে দেশবাসীর ভালবাসা পেয়ে আবেগঘন হয়ে পড়েন বিনেশ ফোগত। তাঁকে কাঁদতেও দেখা যায়। বিনেশ ইন্দিরা গাঁধী বিমানবন্দর থেকে বেরোতেই তাঁকে ফুল, মালা দিয়ে স্বাগত জানানো হয়। এই অভ্যর্থনায় বিনেশকে আবেগঘন করে তোলে। তাঁর মা প্রেমলতা তো জানিয়েই দেন স্বর্ণপদকজয়ীদের থেকেও বিনেশকে বেশি সম্মান দিয়েছে দেশবাসী। তিনি বলেন, 'আমাদের গ্রাম এবং আশপাশ থেকে সকলেই ওকে স্বাগত জানাতে এখানে উপস্থিত হয়েছে। আমরা ওকে সম্মান জানাব। আমার জন্য ও তো চ্যাম্পিয়নই। স্বর্ণপদকজয়ীরা যে সম্মান পান, দেশবাসী ওকে তার থেকেও বেি সম্মান দিয়েছেন।' বিনেশের গ্রাম চাকরি দাদ্রিতেও মিষ্টি বিতরণ করে, ফুল দিয়ে তাঁকে স্বাগত জানানোর পূর্ণ পরিকল্পনা রয়েছে।
বিনেশের প্রত্যাবর্তনের পর বজরং পুনিয়া বলেন, 'দেশবাসী ওকে ভালোবাসা দিচ্ছে, যেভাবে ওকে স্বাগত জানানো হয়েছে তা প্রশংসনীয়। মাটি থেকে পোডিয়াম পর্যন্ত বিনেশের যাত্রাটা সকলেই দেখেছেন।' সাক্ষী মালিক আশাবাদী বিনেশকে এভাবেই সম্মান জানানো হবে। তিনি বলেন, 'আজকে একটা বড় দিন। বিনেশ গোটা দেশ এবং দেশের মহিলাদের জন্য যা করছে, তা বাহবা পাওয়ার যোগ্য। আশা করছি ওকে সকলে এভাবেই সম্মান জানিয়ে যাবেন। আমাদের জন্য ও একজন অলিম্পিক্স চ্যাম্পিয়ন।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: হবে না কলকাতা ডার্বি? ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ বাতিল হওয়া নিয়ে জোর জল্পনা