এক্সপ্লোর
Advertisement
৪৯ বলে সেঞ্চুরি, স্মিথ-কোহলিদের টপকে টি ২০ আন্তর্জাতিকে রেকর্ড নেপালের অধিনায়ক পরস খাডসার
নেপালের ক্রিকেট দলের অধিনায়ক পরস খাডকা দেশের হয়ে ব্যাট হাতে বরাবরই দাপট দেখান। নিঃসন্দেহে নেপালের সেরা ক্রিকেটার তিনি। তাঁর ব্যাটিং রেকর্ডই তাঁর হয়ে কথা বলে। গত শনিবার তাঁর মুকুটে নতুন একটি পালক যুক্ত হল।
কাঠমাণ্ডু: নেপালের ক্রিকেট দলের অধিনায়ক পরস খাডকা দেশের হয়ে ব্যাট হাতে বরাবরই দাপট দেখান। নিঃসন্দেহে নেপালের সেরা ক্রিকেটার তিনি। তাঁর ব্যাটিং রেকর্ডই তাঁর হয়ে কথা বলে। গত শনিবার তাঁর মুকুটে নতুন একটি পালক যুক্ত হল। সিঙ্গাপুরের বিরুদ্ধে টি ২০ ম্যাচে নয়া নজির গড়লেন খাডকা। আর তাঁর ব্যাটিংয়ের এই রেকর্ড নেপালের হয়েই সীমাবদ্ধ থাকল না, বরং তা হল একটি বিশ্ব রেকর্ড। টি ২০ তে নেপালের হয়ে প্রথম সেঞ্চুরিই শুধু নয়, বিশ্বের প্রথম কোনও অধিনায়ক হিসেবে টি ২০ ক্রিকেটে রান তাড়া করতে গিয়ে সেঞ্চুরি করলেন খাডকা।
৪৯ বলে সেঞ্চুরি করেন তিনি। এশিয়ার কোনও দলের অধিনায়ক হিসেবে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির মালিক হলেন তিনি। তাঁর ৫২ বলে অপরাজিত ১০৬ রানে ভর করে নেপাল সিঙ্গাপুরের বিরুদ্ধে ১৫২ রানের লক্ষ্যে নয় উইকেট হাতে নিয়ে চার ওভার বাকি থাকতেই পৌঁছে যায়।
রান তাড়ার সময় এর আগে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রান ছিল নেদারল্যান্ডসের পেইটার সিলারের। মাত্র কিছুদিন আগেই স্কটল্যান্ডের বিরুদ্ধে তিনি এই ৯৬ রান করেছিলেন। তালিকায় চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (২০১৫-তে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯০ রান) এবং পরের স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২০০৯-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৮ রান)। ভারতের অধিনায়ক বিরাট কোহলি তালিকায় রয়েছেন অষ্টম স্থানে। ২০১৭-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে তিনি করেছিলেন ৮২ রান।
নেপালের হয়ে একদিনের ক্রিকেটেও প্রথম সেঞ্চুরির রেকর্ড রয়েছে খাডসার দখলেই।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement