IND vs SA: নেই কার্তিক, নেই হুডা, প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ভারতীয় একাদশ বাছলেন শাস্ত্রী
IND vs SA 2022: রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরা সহ সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে এবার কে এল রাহুলের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারত।
মুম্বই: আগামী ৯ জুন থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি (T20) সিরিজ খেলতে ভারতে এসেছে প্রোটিয়া শিবির। রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরা সহ সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতিতে এবার কে এল রাহুলের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে ভারত। প্রচুর তরুণ মুখ দেখা যেতে পারে এই সিরিজে। সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বেছে নিলেন তাঁর প্রথম একাদশ। যেই একাদশ নেই দীনেশ কার্তিকের মত অভিজ্ঞ মুখ, নেই ফর্মে থাকা দীপক হুডাও।
কেমন হল শাস্ত্রী একাদশ?
ওপেনে কে এল রাহুলকে দেখা যাবে। তাঁর সঙ্গে রুতুরাজ গায়কোয়াডকে বেছে নিয়েছেন শাস্ত্রী। চেন্নাই সুপার কিংসের ওপেনার হিসেবে দারুণ ফর্মে দেখা গিয়েছে রুতুরাজকে। তিন নম্বর পজিশনে ঈশান কিষাণ, চারে শ্রেয়স আইয়ার ও পাঁচে উইকেট কিপার ব্যাটার হিসেবে ঋষভ পন্থ।
লোয়ার অর্ডারে অলরাউন্ডার হিসেবে নিঃসন্দেহে ঢুকে পড়বেন হার্দিক পাণ্ড্য। গুজরাত টাইটান্স অধিনায়ক হিসেবে আইপিএলে জিতেছেন। এমনকী ব্যাটের পাশাপাশি বল হাতেও সাফল্য পেয়েছেন হার্দিক আইপিএলে। ফলে তিনি যে একাদশে থাকবেন তা নিশ্চিতই ছিল।
বোলিং ডিপার্টমেন্টে অক্ষর পটেল, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহালকে নিয়েছে। তবে পেস বোলার হিসেবে অর্শদীপ ও উমরান মালিকের মধ্যে যে কোনও একজনকে খেলানোর বিষয় মত দিয়েছেন শাস্ত্রী।
কে এল রাহুলের প্রশংসা শাস্ত্রীর মুখে
রোহিত, বিরাট, রাহুলদের প্রাক্তন হেডস্য়ার শাস্ত্রী এক সাক্ষাৎকারে বলেছেন, ''রাহুলের কাছে এই প্রথম নেতৃত্বের চাপ থাকবে এমন কিন্তু নয়। এর আগেও ও অধিনায়ক হিসেবে ভারতীয় দলকে পরিচালনা করেছে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে গত ২-৩ বছরে জাতীয় দলের অন্যতম ধারাবাহিক পারফর্মার ও। তাই আমি মনে করি কোনও সমস্যাই হবে না রাহুলের।''
আরও পড়ুন: টেস্টে দশ হাজারির ক্লাবে রুট, নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় ইংল্য়ান্ডের