অবসরে ইরফান: ‘দ্বিতীয় ইনিংসটাও উপভোগ কর’, প্রশংসা সচিনের, ‘আর কেউ প্রথম ওভারে হ্যাটট্রিক করেনি’, ট্যুইট রোহিতের
গতকাল ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর গ্রহণ করেন বাঁ-হাতি পেসার-অলরাউন্ডার ইরফান।
নয়াদিল্লি: ক্রিকেটে অনবদ্য অবদানের জন্য সদ্য অবসরগ্রহণ করা ইরফান পঠানের ভূয়সী প্রশংসা করলেন টিম ইন্ডিয়ার ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা।
গতকাল ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর গ্রহণ করেন বাঁ-হাতি পেসার-অলরাউন্ডার ইরফান। তাঁর প্রশংসা করে রোহিত মনে করিয়ে দেন, অলরাউন্ডার হলেন তিন ভারতীয় বোলারদের অন্যতম যিনি দেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছেন। একইসঙ্গে বিশ্বের প্রথম যিনি প্রথম ওভারেই হ্যাটট্রিক দখল করেন। এদিন ট্যুইটারে রোহিত লেখেন, শুভ অবসর ইরফান। তুমি অনেক সাহস ও আবেগ দিয়ে এই খেলা খেলেছ। আর কেউ টেস্টের প্রথম ওভারে হ্যাটট্রিক করেনি। পরের অধ্যায়ের জন্য শুভকামনা।
শুধু রোহিত নন, ইরফানের প্রশংসা করেছেন তাঁর সতীর্থ ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ট্যুইটারে তিনি লেখেন, ক্রিকেট বলকে স্যুইং করানো থেকে ব্যাট ঘুরিয়ে বড় বড় ছক্কা হাঁকানো-- তুমি ভারতকে বহুবার গর্বিত করেছ। তোমার সঙ্গে খেলা উপভোগ করেছি। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসটাও উপভোগ কর। প্রসঙ্গত, ভারতের জার্সিতে ২৯টি টেস্ট, ১২০ একদিনের ম্যাচ এবং ২৪টি টি২০ ম্যাচ খেলেছেন ইরফান। তাঁর মোট উইকেট সংখ্যা ৩০১।Happy retirement @IrfanPathan you played this game with lot of passion and courage. No one has hat-trick in the first over of the test match ????Best wishes for your next chapter
— Rohit Sharma (@ImRo45) January 5, 2020
From swinging the Cricket ball, to swinging the bat for those big hits, you've done India proud so many times. It was a pleasure playing with you. Enjoy your 2nd innings just like you played your 1st. pic.twitter.com/7RZkaUJ4Tf
— Sachin Tendulkar (@sachin_rt) January 4, 2020