এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
আতঙ্ক কাটছে না ইউনিসদের, আশ্বস্ত করল নিউজিল্যান্ড ক্রিকেট
![আতঙ্ক কাটছে না ইউনিসদের, আশ্বস্ত করল নিউজিল্যান্ড ক্রিকেট Nz Cricket Reassures Pakistan Cricketers After Scary Quake In Nelson আতঙ্ক কাটছে না ইউনিসদের, আশ্বস্ত করল নিউজিল্যান্ড ক্রিকেট](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/11/14104050/Younis-Khan.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ক্রাইস্টচার্চ: ভয়াবহ ভূমিকম্পের রেশ আজও কাটেনি পাকিস্তানের ক্রিকেটারদের। নিউজিল্যান্ড সফররত পুরুষ ও মহিলা দলের সদস্যরা প্রত্যেকেই এখনও আতঙ্কিত। তবে নিউজিল্যান্ড ক্রিকেট তাঁদের আশ্বস্ত করে বলেছে, সিরিজ বাতিল হওয়ার কোনও সম্ভাবনা নেই। পাকিস্তানের ক্রিকেটারদের কোনওরকম অসুবিধা যাতে না হয়, সেটা নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার থেকে ক্রাইস্টচার্চে প্রথম টেস্ট শুরু হচ্ছে। একইদিনে নেলসনে মহিলাদের চতুর্থ একদিনের ম্যাচ। এই দুটি ম্যাচই হবে বলে জানিয়ে দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। পাকিস্তানের অধিনায়ক ইউনিস খান বলেছেন, ‘রাত্রিবেলা ভূমিকম্প হওয়ায় আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। ঈশ্বরের কৃপায় এখানে বড় কোনও ক্ষতি হয়নি। আশা করি অন্য শহরগুলিতেও কোনও ক্ষতি হয়নি।’
এই নিয়ে দ্বিতীয়বার নিউজিল্যান্ডে ভূমিকম্পের সাক্ষী থাকলেন ইউনিস। ২০১০ সালের ২৬ ডিসেম্বরও ভূমিকম্পের সময় ক্রাইস্টচার্চে ছিলেন তিনি। সেই দিনের কথা স্পষ্ট মনে আছে ইউনিসের। তিনি বলেছেন, এই সময় গোটা দেশ এক হয়ে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে। এখন সবাইকে এক হয়ে থাকতে হবে।
পাকিস্তানের ম্যানেজার ওয়াসিম বারি বলেছেন, ‘আমরা হোটেলের ৬ ও ৭ তলার ঘরে ছিলাম। রাত সাড়ে এগারোটা নাগাদ ভূমিকম্প হচ্ছে বুঝতে পারি। সেই সময় ক্রিকেটাররা কেউ প্রার্থনা করছিল, কয়েকজন আবার টিভিতে ভারত-ইংল্যান্ড টেস্ট দেখছিল। কম্পন শুরু হতেই সবাই নীচে নেমে আসে। হোটেলের কর্মীরা সাহায্য করেছেন। আমাদের দলের সবাই নিরাপদে আছে।’
নিউজিল্যান্ডে ১০ দিন কাটিয়ে ফেললেও, এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলেনি পাকিস্তান। নেলসনে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে তিনদিনের প্রস্তুতি ম্যাচটি বাতিল হয়ে গিয়েছে। ফলে সরাসরি টেস্ট খেলতে নামবেন ইউনিসরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)