SA vs AFG, Innings Highlights : দুরন্ত লড়াই আজমাতুল্লার, লড়াকু ২৪৪ আফগানদের
ODI World Cup 2023 : আফগানিস্তান ম্যাচে ৪ উইকেটের সুবাদে মোট ১৮ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় তিন নম্বরে পৌঁছে গিয়েছেন প্রোটিয়া পেসার গোরেল্ড কোয়েৎজা।
আমদাবাদ : প্রোটিয়াদের বোলিং চাপের মাঝেও বীরদর্পে লড়াই। টপ অর্ডারেরর ব্যাটাররা বড় রান না পেলেও লড়াকু ইনিংস খেললেন আজমাতুল্লা ওমরজাই (Azmatullah Omarzai)। শতরান না পেলেও বিশ্বকাপের (World Cup 2023) ইতিহাসে আফগানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন তিনি। আর আফগান ব্যাটারের যে দুরন্ত লড়াইয়ে ভর করে শুরুর দিকে খেই হারিয়ে ফেললেও ২৪৪ রানের লড়াকু স্কোর খাড়া করল আফগানিস্তান (Afghanistan)।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান শিবির। রহমতুল্লা গুরবাজ় (২৫) ও ইব্রাহিম জা়রদান (১৫) আফগানিস্তানের পক্ষে ভাল শুরু করলেও কেউই বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ (২/১৫)। তারপর আফগান শিবিরে কার্যত কাঁপন ধরিয়ে দেন গেরাল্ড কোয়েৎজা (Gerald Coetzee)। মাত্র ৪৪ রানের বিনিময়ে ৪ জন আফগান ব্যাটারকে সাজঘরে ফেরান তিনি। আফগানিস্তান ম্যাচে ৪ উইকেটের সুবাদে মোট ১৮ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় তিন নম্বরে পৌঁছে গিয়েছেন প্রোটিয়া পেসার কোয়েৎজা। পাশাপাশি জোড়া উইকেট নেন লুঙ্গি এনগিডি।
একসময় ১১৬ রানের মাথায় ৬ উইকেট খুইয়ে ফেলেছিল আফগানিস্তান। যে সময় কার্যত আফগানদের পাল্টা লড়াইয়ের হাল ধরেন আজমাতুল্লা ওমরজাই। কার্যত একা হাতে দলের স্কোর টানতে শুরু করেন তিনি। একসময় প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল পরপর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কোনও ব্যাটার ফের শতরান হাঁকানোর দোরগোড়ায়। কয়েকদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান হাঁকিয়েছিলেন ইব্রাহিম জারদান। বিশ্বকাপের মঞ্চে কোনও আফগান ব্যাটারের যা ছিল প্রথম সেঞ্চুরি।
যদিও আফগান শিবির ২৪৪ রানে অলআউট হয়ে যাওয়ায় শতরান হাঁকানো থেকে বঞ্চিতই থেকে যেতে হয় আজমাতুল্লাকে। ৯৭ রানে অপরাজিত থেকে যান তিনি। যা বিশ্বকাপের ইতিহাসে আফগান কোনও ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
আরও পড়ুন- ইডেনে ইংল্যান্ড ম্যাচের আগে নেতৃত্ব নিয়ে বোমা ফাটালেন পাক অধিনায়ক বাবর