Babar Azam: ইডেনে ইংল্যান্ড ম্যাচের আগে নেতৃত্ব নিয়ে বোমা ফাটালেন পাক অধিনায়ক বাবর
Pak vs Eng: বিশ্বের সেরা ব্যাটার কে, তা নিয়ে বিরাট কোহলির সঙ্গে তাঁর নিরন্তর তুলনা হয়। বাবর আজ়ম কি ঘুণাক্ষরেও ভেবেছিলেন যে, এবার নেতৃত্ব ছাড়া নিয়েও কোহলির সঙ্গে তাঁর তুলনা শুরু হয়ে যাবে!
সন্দীপ সরকার, কলকাতা: বিশ্বকাপ (ODI World Cup) অভিযান কার্যত শেষ। শনিবার ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের (PAK vs ENG) বিরুদ্ধে অলৌকিক কিছু হলে, তবেই শেষ চারের দরজা খুলবে পাকিস্তানের। আর তার আগে বাবর আজ়মের (Babar Azam) দিকে ধেয়ে এল নেতৃত্ব নিয়ে গোলাগুলি। সোজা ব্যাটে খেললেন পাকিস্তানের অধিনায়কও।
বিশ্বের সেরা ব্যাটার কে, তা নিয়ে বিরাট কোহলির সঙ্গে তাঁর নিরন্তর তুলনা হয়। বাবর আজ়ম কি ঘুণাক্ষরেও ভেবেছিলেন যে, এবার নেতৃত্ব ছাড়া নিয়েও কোহলির সঙ্গে তাঁর তুলনা শুরু হয়ে যাবে!
শুক্রবার দুপুরে ইডেনে প্র্যাক্টিসের আগে সাংবাদিক বৈঠকে বাবর এসে বসতেই প্রশ্ন ধেয়ে এল, আপনার কি মনে হয় না বিরাট কোহলির পদাঙ্ক অনুসরণ করা উচিত? যিনি নিজের পারফরম্যান্সে জোর দেওয়ার জন্য নেতৃত্বের দায়ভার ছেড়েছেন?
বাবরের জবাব, 'গত তিন বছর ধরে আমি অধিনায়কত্ব করছি। কখনও এমন অনুভূতি হয়নি যে, নেতৃত্বের ভার আমার ব্যক্তিগত পারফরম্যান্সের ক্ষতি করছে। বিশ্বকাপেও আমি এমন পারফর্ম করিনি যে, লোকে বলবে চাপের জন্য এমন পারফরম্যান্স হচ্ছে। গত আড়াই-তিন বছরে সেটাই হচ্ছে।'
বাবরের সমালোচনায় মুখর সে দেশের প্রাক্তন ক্রিকেটারেরা। কাঠগড়ায় তোলা হচ্ছে পাক অধিনায়ককে। প্রাক্তন ক্রিকেটারদেরও একহাত নিয়েছেন বাবর। বলেছেন, 'প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা। এক একজন এক একরকম কথা বলবে। আমাকে পরামর্শ দিতে চাইলে সবার কাছে আমার নম্বর রয়েছে। টিভিতে পরামর্শ না দিয়ে আমাকে কেউ তো মেসেজও পাঠাতে পারে। মনে হয় না আমার ওপর কোনও চাপ ছিল বা আমার জন্য নেতৃত্ব আলাদা কিছু। ফিল্ডিং করার সময় নিজের সেরাটা দিই। ব্যাটিং করার সময়ও তাই। ভাবি কীভাবে রান করে দলের হয়ে অবদান রাখব।'
একজনের ইঙ্গিতপূর্ণ প্রশ্ন, এরপর কি লাহৌরে কোনও সিদ্ধান্ত হয়েছে বা হতে পারে? পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদর দফতর লাহৌরে। বোর্ড থেকে তাঁকে সরানো হবে কি না, তা নিয়ে যেন ঘুরিয়ে জানতে চাওয়া হল। বাবর সোজা ব্যাটেই খেললেন। বললেন, 'আপনি কোন সিদ্ধান্তের কথা বলছেন আমার ধারণা নেই। দলের সব সিদ্ধান্ত, কাকে খেলানো হবে বা হবে না, সেই সিদ্ধান্ত কোচ ও অধিনায়কের। পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী সেরা দলকেই আমরা খেলিয়েছি। তাতে কখনও সফল হয়েছি, কখনও হইনি।' যোগ করলেন, 'আর নেতৃত্বের বিষয়ে বলতে পারি, এই ম্যাচের পর বা পাকিস্তানে ফিরে সেটা নিয়ে কথা বলা যেতে পারে। আপাতত এই ম্যাচটায় মনোনিবেশ করছি।'
আরও পড়ুন: ম্যাক্সওয়েলের ইনিংস দুর্দান্ত, তবে সর্বকালের সেরা মানতে নারাজ সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন