ODI World Cup 2023 : 'প্রমাণ' দিলেন ম্যথিউজ়, আম্পায়ারকে ভুল দাবি করে সোশালেও শেয়ার করলেন তথ্য, টাইম-আউট বিতর্কে চড়ছে পারদ
Angelo Mathews : জেন্টলম্যানস গেম হিসেবে পরিচিত ক্রিকেটের যে ঘটনা ঘিরে উঠেছে বিতর্কের ঝড়। টাইম আউটের ডাক দেওয়া বাংলাদেশের টিম স্পিরিট নিয়ে সমালোচনার বহর।
নয়াদিল্লি : নির্ধারিত সময়ের মেয়াদ নষ্ট করে ফেলেননি তিনি। দাবি করার পর এবার 'প্রমাণ' দাখিল করলেন অ্যাঞ্জোলো ম্যাথিউজ় (Angelo Mathews)। টাইম-স্টাম্প দেওয়া ভিডিও ম্যাচ অফিসিয়ালদের দেওয়ার পাশাপাশি সোশালেও শেয়ার করে শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার ফের দাবি করেছেন, 'ভুল' করেছেন ফোর্থ আম্পায়ার। সবমিলিয়ে বিশ্বকাপের (World Cup) মঞ্চে আন্তর্জাতিক ক্রিকেটের মত টাইম আউট ঘিরে সরগরম।
ভিডিও-তথ্য হিসেবে দিয়ে সেটাকে প্রমাণ হিসেবে জানিয়ে ম্যাথিউজ় দাবি করেছেন, যে সময়ে তাঁকে টাইম আউট দেওয়া হয়েছে, তার হাতে তখনও নির্ধারিত ২ মিনিট সময়ে পৌঁছতে বাকি ছিল ৫ সেকেন্ড। রাজধানীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা (Sri-Lanka) ম্যাচে দূষণের মাঝে আয়োজনের ঘটনাক্রম নিয়ে আলোচনা শুরু হলেও ক্রিকেটীয় ডুয়েল চলে এসেছে আলোচনায়। বলা ভাল, বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসানের ম্যাথিউজ়কে টাইম আউট করা নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক।
জানা যাচ্ছে, মাঠে থাকা আম্পায়ার দু'বার তাঁর সিদ্ধান্ত প্রত্যাহার করবেন কি না জানতে চাইলেও পিছু হঠেননি শাকিব (Shakib Al Hasan)। ম্যাচ শেষে নিজের সিদ্ধান্ত প্রসঙ্গে 'যুদ্ধে প্রয়োজনীয় সিদ্ধান্ত' বলে টাইম আউটের আবেদনের পক্ষেই থেকেছেন বাংলাদেশের খেলোয়াড়। যদিও তাঁর উইকেট নেওয়ার পর ম্যাথিউজ়ের হাতে সময় দেখিয়ে সেলিব্রেশন হয়ে গিয়েছে ভাইরাল।
কোনও ব্যাটসম্যান আউট হওয়ার পরের ২ মিনিটের মধ্যে অপর ব্যাটসম্যানকে বল খেলতে তৈরি হয়ে ক্রিজে থাকতে হয়। ক্রিজে পৌঁছে ম্যাথিউজ় স্টান্স নেওয়ার সময় দেখেন হেলমেটের স্ট্র্যাপ খুলে গিয়েছে, সেটা তিনি যখন বদলের জন্য যান, তখনই টাইম আউটের আবেদন জানায় বাংলাদেশ। জেন্টলম্যানস গেম হিসেবে পরিচিত ক্রিকেটের যে ঘটনা ঘিরে উঠেছে সমালোচনার ঝড়।
ঘটনার রেশ ছিল খেলার শেষেও। বাংলাদেশের (Bangladesh) ক্রিকেটারদের সঙ্গে ম্যাচে শেষে হাত মেলাতে রাজি হননি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে এসে 'জঘন্য' ঘটনা বলে দাবি করেছিলেন অভিজ্ঞ ক্রিকেটার ম্যাথিউজ়। ক্ষিপ্ত মেজাজে বলেছিলেন, ১৫ বছর ক্রিকেট খেলছি, এমন ঘটনা কখনও দেখিনি। পাশাপাশি সাংবাদিক সম্মেলনেই তিনি দাবি করেছিলেন, চতুর্থ আম্পায়ার ভুল করেছেন, সময় তখনও তাঁর হাতে ছিল।
৫ সেকেন্ড সময় হাতে ছিল বলে দাবি করাই শুধু নয়, সেটা ভিডিও আকারে প্রমাণ হিসেবেও পেশ করেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ়। পাশাপাশি সোশালেও সেই তথ্য সামনে রেখেছেন ম্যাথিউজ়।
Proof! From the time catch was taken and the time helmet strap coming off pic.twitter.com/2I5ebIqkGZ
— Angelo Mathews (@Angelo69Mathews) November 6, 2023
আরও পড়ুন- বিশ্বকাপে আগুনে ছন্দে ভারত, ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে ক্রিকেটাররা কে কোথায় ?