Eden Gardens: বিশ্বকাপের আগে ইডেনে বসছে নতুন স্কোরবোর্ড, শৌচালয়-ফুড কোর্টের ভোলবদল
ODI World Cup 2023: শনিবার ঘুরে গেল আইসিসি (ICC) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) ২১ সদস্যের প্রতিনিধি দল।
কলকাতা: ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup) আর মাস দুয়েকও বাকি নেই। ভারতের যে দশ স্টেডিয়ামে হবে বিশ্বকাপের ম্যাচগুলি, তার সর্বত্র সাজ সাজ রব। ইডেনে (Eden Gardens) বিশ্বকাপের সেমিফাইনাল সহ পাঁচটি ম্যাচ আয়োজিত হবে। ইডেনে প্রথম ম্যাচ ২৮ অক্টোবর। বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস মুখোমুখি সেই ম্যাচে। তার আগে জোর কদমে চলছে স্টেডিয়ামের সংস্কার কাজ।
আর তার ফাঁকেই শনিবার ঘুরে গেল আইসিসি (ICC) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) ২১ সদস্যের প্রতিনিধি দল। মাঠ থেকে শুরু করে প্রেসবক্স, কমেন্ট্রি বক্স থেকে শুরু করে ব্রডকাস্টিং রুম, ড্রেসিংরুম - সব কিছু খতিয়ে দেখলেন প্রতিনিধি দলের সদস্যরা।
প্রতিনিধি দলের ইডেন পরিদর্শনের সময় ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস, সচিব নরেশ ওঝা, যুগ্ম সচিব দেবব্রত দাস, কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীরা।
সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলছেন, ‘এখনও পর্যন্ত কাজ দেখে ওঁরা সন্তুষ্ট। আইপিএল শেষ হওয়ার মাত্র ২ মাসের মধ্যে সংস্কারের কাজ এতটা এগিয়ে গিয়েছে দেখে ওঁরা ভীষণ খুশি। তবে কিছু কাজ এখনও বাকি। শৌচালয়গুলোর কাজ চলছে। ম্যাচ সম্প্রচারের জন্য বরাদ্দ ঘরগুলোর জায়গা বাড়ানো যায় কি না দেখা হচ্ছে। কমেন্ট্রি বক্সের জায়গা বদল নিয়েও কথা হয়েছে। আমরা বিকল্প কোনও জায়গা বার করতে পারি কি না, তা নিয়ে কথা হচ্ছে।’
স্নেহাশিস জানিয়েছেন, আইসিসি ও বোর্ডের প্রতিনিধি দল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আবার আসবেন। সংস্কারের কাজ শেষ করার কোনও সময় বেঁধে দেওয়া হয়েছে? স্নেহাশিস বলছেন, ‘বোর্ডের বৈঠকে বলা হয়েছিল, ১৫ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করতে হবে। তবে তার অনেক আগেই কাজ শেষ হয়ে যাবে বলে আমরা নিশ্চিত।’
বিশ্বকাপের জন্য স্টেডিয়ামের সংস্কার কাজ চললেও আসনসংখ্যা কমছে না বলে জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট। ৬৫,৫০০ আসনসংখ্যাই থাকছে। টিকিটের দাম এখনও চূড়ান্ত হয়নি। বোর্ডের কাছে সিএবি নির্ধারিত দাম পাঠানো হয়েছে। বোর্ড থেকে তিন-চার দিনের মধ্যেই কোনও জবাব পাওয়া যেতে পারে।
বিশ্বকাপের আগে স্টেডিয়ামে জনসাধারণের জন্য নির্মিত শৌচালয়, ফুড কোর্টের চেহারা বদলে ফেলা হচ্ছে। সেই সঙ্গে নতুন স্কোরবোর্ড বসানো হচ্ছে। জে ব্লকে বসবে নতুন সেই ইলেকট্রনিক স্কোরবোর্ড। পাশাপাশি এখনকার ইলেকট্রনিক স্কোরবোর্ডটির সংস্কারও করা হবে।