ODI World Cup 2023: প্রথম ম্যাচে বিপর্যয়ের পরেও ইংল্যান্ডই বিশ্বকাপ জিতবে, ঘোষণা বিশ্বজয়ী অধিনায়কের
Eoin Morgan: একটা পরাজয়ে ইংল্যান্ড শিবিরের মাথায় আকাশ ভেঙে পড়বে না বলেই জানিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক।
আমদাবাদ: বিশ্বকাপের (ODI World Cup) প্রথম ম্যাচেই ইন্দ্রপতন। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে একপেশেভাবে হারিয়েছে নিউজ়িল্যান্ড (Eng vs NZ)। যদিও এই হারে অশনি সংকেত দেখছেন না অইন মর্গ্যান (Eoin Morgan)। যাঁর নেতৃত্বে ২০১৯ সালে ফাইনালে এই নিউজ়িল্যান্ডকে হারিয়েই ট্রফি জিতেছিল ইংল্যান্ড।
মর্গ্যান বলেছেন, 'কেউই ভাবেনি বিশ্বকাপের প্রথম ম্যাচে এই ফল হবে। নিউজ়িল্যান্ডের দিনটা অবিশ্বাস্য গিয়েছে। ইংল্যান্ড বিধ্বস্ত হয়ে গিয়েছে। এমনকী, আরও ৩০ রান বেশি করলেও মনে হয় না সেই পুঁজি ওরা রক্ষা করতে পারত। ইংল্যান্ড ব্যাটাররা যথেষ্ট আক্রমণাত্মক খেলেছে বলে মনে হয়নি। বরং ডেভন কনওয়ে ও রচিন রবীন্দ্রকে কৃতিত্ব দিতেই হবে। প্রথম বল থেকেই ইংরেজ শিবিরকে চাপে ফেলে দিয়েছিল কনওয়ে। আর বিশ্বকাপে অভিষেক ম্যাচে ওই ব্যাটিং - রচিনের অবিশ্বাস্য কৃতিত্ব।'
তবে একটা পরাজয়ে ইংল্যান্ড শিবিরের মাথায় আকাশ ভেঙে পড়বে না বলেই জানিয়েছেন বিশ্বজয়ী অধিনায়ক। মর্গ্যান বলেছেন, 'একটা ব্যাপার নিশ্চিত। একটা জয় ইংল্যান্ডের অভিযান বেলাইন হয়ে যাবে না। ২০১৯ সালে এই দলের আটজন ছিল। গ্রুপ পর্বে তিন ম্যাচে হেরেও আমরা বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলাম। সেই অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে লাগাবে ওরা। এমন কোনও দলই নেই যারা বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত কোনও প্রতিকূলতা ছাড়া বা ম্যাচ না হেরে কাটাবে।'
এরপরই মর্গ্যান যোগ করেছেন, 'ড্রেসিংরুমে অনেক ঠান্ডা মাথার মানুষ রয়েছে। অনেক সৎ মানুষ রয়েছে। ওই ড্রেসিংরুমে অনেক সময় কাটিয়েছি। দোষারোপ করা হয় না। সকলে এমন সময়ে ঐক্যবদ্ধ থাকে। একই পদ্ধতি অবলম্বন করে সকলে এগতে চাইবে। স্টোকস ফিরলে দলের চেহারা বদলে যাবে। ও বিশ্বাস করে যে কোনও পরিস্থিতি থেকে সব কিছু জয় করা সম্ভব। এরকম একটা পরাজয়ের পর ও ড্রেসিংরুমে অনেক কথা বলবে।'
মর্গ্যানের মতে, প্রথম ম্যাচে হারের পরেও চ্যাম্পিয়ন হতে পারে ইংল্যান্ড। বলেছেন, 'আমার পূর্ণ বিশ্বাস যে এরপরেও চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড। এই ফর্ম্যাটে একটা খারাপ দিনের জন্য গোটা টুর্নামেন্ট খারাপ হয়ে যায় না।'
আরও পড়ুন: চরম বিতর্কের পর ঘরে এল সোনা, মহিলাদের পর কবাডিতে ভারতীয় পুরুষরাও জিতলেন সোনা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন