Ind vs NZ Toss Update: অবশেষে সুযোগ শামির, একাদশে সূর্যকুমারও, টস জিতে ফিল্ডিং করবে ভারত
India vs New Zealand: শৈলশহর ধর্মশালার খ্যাতি দলাই লামার আশ্রমের জন্য। আর সেই শহরেই ছবির মতো সাজানো হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার স্টেডিয়াম। আর সেই শান্তিপূর্ণ পরিবেশে বাইশ গজে ধুন্ধুমার লড়াই।
ধর্মশালা: শৈলশহর ধর্মশালার খ্যাতি দলাই লামার আশ্রমের জন্য। আর সেই শহরেই ধৌলাধার পাহাড়ের বুকে ছবির মতো সাজানো হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থার স্টেডিয়াম। আর সেই শান্তিপূর্ণ পরিবেশে বাইশ গজে ধুন্ধুমার লড়াই। মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড (Ind vs NZ)। দুই দলই বিশ্বকাপে (ODI World Cup) এখনও পর্যন্ত টানা চারটি করে ম্যাচ জিতেছে। রবিবার যে দল জিতবে, পৌঁছে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে।
আর সেই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। সেই সঙ্গে জানিয়ে দিলেন, দলে দুটি পরিবর্তনও করা হয়েছে।
টসের পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক রবি শাস্ত্রীকে রোহিত বলেন, 'আমরা দুটি পরিবর্তন করেছি। হার্দিক পাণ্ড্য ও শার্দুল ঠাকুরকে পাওয়া যাচ্ছে না। ওদের পরিবর্তে খেলানো হচ্ছে মহম্মদ শামি ও সূর্যকুমার যাদবকে।'
যার অর্থ চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলার সুযোগ পেলেন শামি। যিনি বিশ্বকাপের ঠিক আগে দুরন্ত ছন্দে ছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে ৫ উইকেটও নিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপে অগ্রাধিকার দেওয়া হচ্ছিল শার্দুল ঠাকুরকে। বলা হচ্ছিল, মুম্বইয়ের তারকার ব্যাটের হাত ভাল। যদিও সমালোচনাও কম হয়নি। শেষ পর্যন্ত বাংলার পেসারের কপালে শিঁকে ছিঁড়ল।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ়, যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব।
নিউজ়িল্যান্ডের একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়ং, রচিন রবীন্দ্র, টম ল্যাথাম (উইকেটকিপার ও অধিনায়ক), ডারিল মিচেল। গ্লেন ফিলিপ্স, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
🚨 Toss and Team Update 🚨
— BCCI (@BCCI) October 22, 2023
Rohit Sharma wins the toss and #TeamIndia have elected to bowl first in Dharamsala!
Two changes in the side as Suryakumar Yadav & Mohd. Shami are named in the eleven 👌
Follow the match ▶️ https://t.co/Ua4oDBM9rn#CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/6dy150WC1S
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের ফল যাই হোক, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ভারতই: টেলর
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন