এক্সপ্লোর

IND Vs SL, Innings Highlights: কোহলি-গিলের সাজিয়ে দেওয়া মঞ্চে তাণ্ডব শ্রেয়সের, শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত তুলল ৩৫৭/৮

ODI World Cup 2023: দ্বিতীয় উইকেটে শুভমন গিলের সঙ্গে ১৮৯ রানের পার্টনারশিপ। ভারতীয় ইনিংসে নতুন আশার সঞ্চার করলেন কোহলি। দুরন্ত ইনিংস শ্রেয়স আইয়ারেরও।

মুম্বই: রণক্ষেত্র ওয়াংখেড়ে (Wankhede)। যুযুধান দুই দলের নাম? ভারত ও শ্রীলঙ্কা (Ind vs SL)।

ফের একটি বিশ্বকাপ (ODI World Cup)। ফের মুম্বইয়ে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ। ১২ বছর আগে এই মাঠে এই প্রতিপক্ষকে হারিয়েই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। এবার পরিস্থিতি অবশ্য আলাদা। ২০১১ সালে ছিল ফাইনাল। বৃহস্পতিবারের ভারত বনাম শ্রীলঙ্কা গ্রুপ পর্বের লড়াই। কিন্তু তবু ম্যাচের পরতে পরতে ১২ বছর আগের স্মৃতি।

আর সেই স্মৃতিকে আরও তরতাজা করে বাইশ গজে দাপট দেখালেন ভারতীয় ব্যাটাররা।

শুরুটা করেছিলেন বিরাট কোহলি ও শুভমন গিল। বৃহস্পতিবার টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন কুশল মেন্ডিস। দাসুন শনাকা চোট পেয়ে ছিটকে যাওয়ার পর যিনি শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিচ্ছেন। ম্যাচের তখন প্রথম ওভার। দিলশান মধুশঙ্কাকে ফ্লিক করে বাউন্ডারি মেরে শুরু করলেন রোহিত শর্মা। প্রথম বলেই। কিন্তু দ্বিতীয় বলেই বিপত্তি। বোল্ড হয়ে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান।

সেখান থেকে ইনিংসের হাল ধরলেন কোহলি। দ্বিতীয় উইকেটে শুভমন গিলের সঙ্গে ১৮৯ রানের পার্টনারশিপ। ভারতীয় ইনিংসে নতুন আশার সঞ্চার করলেন কোহলি। 

বিরাট কোহলির (Virat Kohli) রান তখন ১০। দুষ্মন্ত চামিরার বল সরাসরি বোলারের দিকেই তুলে দিলেন বিরাট। ফলো থ্রুতে কার্যত লোপ্পা ক্যাচ। কিন্তু শরীরের ভারসাম্য় ধরে রেখে বল তালুবন্দি করতে পারলেন না শ্রীলঙ্কার (Ind vs SL) পেসার। স্কোরবোর্ড বলছে, কোহলির ব্য়ক্তিগত রান তখন ১৭ বলে মাত্র ১০। দলের স্কোর ২৫/১।

দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল ২০০৩ সালের এক ঘটনার কথা। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে সচিনের লোপ্পা ক্যাচ ফেলে দিয়েছিলেন পাকিস্তানের আব্দুল রজ্জাক। যা দেখে ক্ষোভ চেপে রাখতে পারেননি ওয়াসিম আক্রম। পাক কিংবদন্তি রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন। রাগে ফেটে পড়েন। আক্রম ভালই বুঝেছিলেন, শুধু ক্যাচ নয়, রজ্জাক ম্য়াচই ফেলে দিয়েছিলেন হাত থেকে। ৭৫ বলে ৯৮ রান করে পাক শিবিরকে বিনিদ্র রজনী উপহার দিয়েছিলেন মাস্টার ব্লাস্টার।

কাকতালীয় হলেও, বৃহস্পতিবার কোহলির ক্যাচ পড়ল যে মাঠে, সেখানকার বাইশ গজে খেলেই ক্রিকেটবিশ্বের কোহিনূর হয়ে উঠেছিলেন সচিন। কোহলির ক্যাচ ফেলার পর কি কুশল মেন্ডিসও গিয়ে দুষ্মন্ত চামিরাকে ভর্ৎসনা করলেন?

নতুন জীবন পেয়েই যেন নিজেকে নতুন প্রতিজ্ঞায় বেঁধে ফেললেন কোহলি। ৯৪ বলে ৮৮ রান করে ভারতীয় ইনিংসের ভিত সাজিয়ে দিলেন কোহলি। ঘটনাচক্রে, সচিন তেন্ডুলকরেরর সামনেই। বৃহস্পতিবার সচিন মাঠেই ছিলেন। সঙ্গে ছিলেন সচিন-কন্যা সারাও। যাঁর সঙ্গে শুভমনের প্রেম নিয়ে জল্পনার শেষ নেই। সচিন-সারার সামনে দুরন্ত ইনিংস খেললেন শুভমন। তিনিও একবার প্রাণ ফিরে পেয়েছিলেন। ৮ রানের জন্য সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করলেও শুভমন বুঝিয়ে দিলেন, তিনি বড় মঞ্চের জন্য তৈরি।

গিল ও কোহলি ফেরার পর ভারতীয় ইনিংসকে রানের পাহাড়ে চড়িয়ে দিলেন শ্রেয়স আইয়ার। মুম্বইয়ের ক্রিকেটারের কাছে চোটের জন্য এক সময় বিশ্বকাপে খেলাটাই ছিল ধোঁয়াশায় ঢাকা। তবে ফিরে দুরন্ত ছন্দে। মাত্র ৫৬ বলে ৮২ রান করলেন। ৩টি চার ও ৬টি ছক্কা। কসুন রাজিথাকে ১০৬ মিটারের ছক্কা মারলেন। যা চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় ওভার বাউন্ডারি।

সব মিলিয়ে ৫০ ওভারে ভারত তুলল ৩৫৭/৮। ছন্দে থাকা ভারতীয় বোলারদের সামনে শ্রীলঙ্কার ব্যাটারদের এবার অগ্নিপরীক্ষা। রোহিত শর্মা তো টসের পরই শুনিয়ে রেখেছেন, নৈশালোকে পেসারদের জন্য এই মাঠে বাড়তি সুবিধা থাকবে।

আরও পড়ুন: গল্ফ কার্টের থেকে মাঠে পড়ে মাথায় চোট, ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Sagar Dutta Medical News: সাগর দত্ত মেডিক্যালে হামলার প্রতিবাদ, ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের
সাগর দত্ত মেডিক্যালে হামলার প্রতিবাদ, ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের
Monalisa Maity On Jukti Takko :  'তুমি মেরে ফেলতে পারো, কিন্তু পরাজিত করতে পারো না', যুক্তি-তক্কোর মঞ্চে বললেন মোনালিসা মাইতি
'তুমি মেরে ফেলতে পারো, কিন্তু পরাজিত করতে পারো না', যুক্তি-তক্কোর মঞ্চে বললেন মোনালিসা মাইতি
Anubrata Mondal-Kajal Sheikh Meeting: বাড়ি ফেরার ৫ দিনের মাথায় অবশেষে অনুব্রত-সাক্ষাতে কাজল
বাড়ি ফেরার ৫ দিনের মাথায় অবশেষে অনুব্রত-সাক্ষাতে কাজল
Kolkata News: IAS অফিসারের স্ত্রীকে 'ধর্ষণ', হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে আইনি পরামর্শ নিচ্ছে লালবাজার
IAS অফিসারের স্ত্রীকে 'ধর্ষণ', হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে আইনি পরামর্শ নিচ্ছে লালবাজার
Advertisement
ABP Premium

ভিডিও

Jukti Takko: 'জুনিয়র জাক্তারদের ওপর আমাদের আস্থা আছে', বললেন সুমন বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVEJukti Takko:  এই লড়াই বুঝিয়ে দেয় মানুষকে মেরে ফেলা যায়, কিন্তু পরাজিত করা যায় না: মোনালিসা মাইতিJukti Takko: 'আর একটাও অভয়া যাতে না হয় সেদিকে এগিয়ে যেতে হবে', মন্তব্য দেবাশিষ হালদারের।RG Kar Doctor Death Case Protest: রবিবার 'পাড়ায় পাড়ায়' কর্মসূচির ডাক জুনিয়র চিকিৎসকদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sagar Dutta Medical News: সাগর দত্ত মেডিক্যালে হামলার প্রতিবাদ, ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের
সাগর দত্ত মেডিক্যালে হামলার প্রতিবাদ, ফের কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের
Monalisa Maity On Jukti Takko :  'তুমি মেরে ফেলতে পারো, কিন্তু পরাজিত করতে পারো না', যুক্তি-তক্কোর মঞ্চে বললেন মোনালিসা মাইতি
'তুমি মেরে ফেলতে পারো, কিন্তু পরাজিত করতে পারো না', যুক্তি-তক্কোর মঞ্চে বললেন মোনালিসা মাইতি
Anubrata Mondal-Kajal Sheikh Meeting: বাড়ি ফেরার ৫ দিনের মাথায় অবশেষে অনুব্রত-সাক্ষাতে কাজল
বাড়ি ফেরার ৫ দিনের মাথায় অবশেষে অনুব্রত-সাক্ষাতে কাজল
Kolkata News: IAS অফিসারের স্ত্রীকে 'ধর্ষণ', হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে আইনি পরামর্শ নিচ্ছে লালবাজার
IAS অফিসারের স্ত্রীকে 'ধর্ষণ', হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে আইনি পরামর্শ নিচ্ছে লালবাজার
IPL 2025: টাকার ছয়লাপ! এবার থেকে আইপিএল ম্যাচ খেলার জন্যও টাকা পাবেন ক্রিকেটাররা, ঘোষণা জয় শাহের
টাকার ছয়লাপ! এবার থেকে আইপিএল ম্যাচ খেলার জন্যও টাকা পাবেন ক্রিকেটাররা, ঘোষণা জয় শাহের
RG Kar News: আরজি কর কাণ্ডে প্রতিবাদের জেরে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ
আরজি কর কাণ্ডে প্রতিবাদের জেরে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ
Jawhar Sircar : 'যখন আমি দুর্নীতির কথা বলেছিলাম, তৃণমূলের ভাল লাগেনি, এখন অভিষেক...', ফিরহাদের OSD-প্রসঙ্গে সরব জহর
'যখন আমি দুর্নীতির কথা বলেছিলাম, তৃণমূলের ভাল লাগেনি, এখন অভিষেক...', ফিরহাদের OSD-প্রসঙ্গে সরব জহর
Saokat Molla vs Arabul Islam: 'হার্মাদ' বলে আক্রমণ আরাবুলের, সওকতের সঙ্গে সরাসরি সংঘাত? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়
'হার্মাদ' বলে আক্রমণ আরাবুলের, সওকতের সঙ্গে সরাসরি সংঘাত? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়
Embed widget