ENG vs PAK Live: ২৪৪-এ অল আউট পাকিস্তান, ৯৩ রানে ম্যাচ জিতল ইংল্যান্ড, ইডেন থেকে ম্যাচের লাইভ আপডেট
ODI World Cup 2023: বিশ্বকাপের গ্রুপ থেকেই বিদায় পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা পেল ইংল্যান্ড।
LIVE

Background
ENG vs PAK Live Score: ৯৩ রানে ম্যাচ জিতল ইংল্যান্ড
৪৩.৩ ওভারে ২৪৪ রানে অল আউট হল পাকিস্তান। ২৩ বলে ৩৫ করলেন হ্যারিস রউফ। ১৪ বলে ১৬ রানে অপরাজিত মহম্মদ ওয়াসিম। ৯৩ রানে ম্যাচ জিতল ইংল্যান্ড।
ENG vs PAK Live Score: ৪২ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২৩১/৯
গাস অ্যাটকিনসনের বলে ফিরলেন আফ্রিদি (২৩ বলে ২৫)। ৪২ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২৩১/৯।
ENG vs PAK Live: ৩৭ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১৮৬/৮
মঈন আলির বলে ফিরলেন ইফতিকার আমেদ (৩)। আদিল রশিদের শিকার শাদাব খান (৪)। ৫১ রান করে উইলির বলে ফিরলেন আঘা সলমন। ৩৭ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১৮৬/৮।
ODI WC Live: ইডেনে ম্যাচ দেখলেন বিখ্যাত ইংরেজ গায়ক মিক জ্যাগার
ইডেনে ম্যাচ দেখলেন বিখ্যাত ইংরেজ গায়ক মিক জ্যাগার। সঙ্গীতশিল্পী উষা উত্থুপের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডাও দিলেন।
WC Score Update: ২৮ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১২৬/৫
৩৬ রান করে মঈন আলির বলে বোল্ড রিজ়ওয়ান। ২৯ রান করে সউদ শাকিল বোল্ড হয়ে গেলেন। ঘাতক আদিল রশিদ। ২৮ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১২৬/৫।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
