ENG vs PAK Live: ২৪৪-এ অল আউট পাকিস্তান, ৯৩ রানে ম্যাচ জিতল ইংল্যান্ড, ইডেন থেকে ম্যাচের লাইভ আপডেট
ODI World Cup 2023: বিশ্বকাপের গ্রুপ থেকেই বিদায় পাকিস্তানের। চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা পেল ইংল্যান্ড।
LIVE
Background
কলকাতা: অঙ্ক বলছে, সেমিফাইনালে যাওয়ার সামান্যতম আশা বাঁচিয়ে রাখতে হলে অলৌকিক কিছুর জন্য অপেক্ষা করতে হবে পাকিস্তানকে (Pakistan Cricket Team)। অভাবনীয় ফলই পারে পাক শিবিরে প্রাণবায়ু জোগাতে।
কীরকম হতে হবে সেই ফল? শনিবার ইডেনে (Eden Gardens) প্রথমে ব্যাট করলে ২৮০ রানে ইংল্যান্ডকে হারাতে হবে। আর যদি পরে ব্যাট করতে হয়? হিসেব শুনলে বাবর আজম়দের (Babar Azam) মনে হতে পারে, ঠাট্টা করা হচ্ছে তাঁদের সঙ্গে। কারণ, ইংল্যান্ড যে স্কোরই তুলুক না কেন, পাকিস্তানকে সেই রান তুলে ম্যাচ জিততে হবে পাঁচ ওভারের মধ্যে।
হ্যাঁ, ঠিকই পড়েছেন। ৫ ওভারে রান তাড়া করে দিতে পারলে তবেই হাতে আসতে পারে নেট রান রেটের জাদুকাঠি। প্রায় অবাস্তব লক্ষ্যের সামনেও অবশ্য শান্ত থাকার চেষ্টা করছে পাক শিবির। বাবর তো এখনও হাল ছাড়তে নারাজ। দেশজ মিডিয়া পড়েছে তাঁর নেতৃত্বের পিছনে। আর বাবর নিমজ্জিত অলৌকিকের অপেক্ষায়।
পাক অধিনায়ক বলছেন, 'এখনও এক ম্যাচ বাকি। কী হবে কে বলতে পারে। আমরা চাইব ভালভাবে ম্যাচটা শেষ করতে। তারপর কী হবে দেখা যাবে। আশা তো সব সময় রাখা উচিত। যে কোনও কাজে ইতিবাচক থাকা উচিত। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।' আরও বলছেন, 'কীভাবে শেষ চারে ওঠা সম্ভব, সেই অঙ্ক আমাদের মাথাতেও রয়েছে। আমরা সেই লক্ষ্যে ঝাঁপাব। সেই পরিকল্পনাও করা হচ্ছে। মাঠে নেমে শুরুতেই ওড়াব, তা নয়। হ্যাঁ, আক্রমণাত্মক খেলতে হবে কিন্তু সেটা পরিকল্পনামাফিক। ১০ ওভার ধরে ধরে স্ট্র্যাটেজি তৈরি করব। লক্ষ্য থাকবে পার্টনারশিপ গড়ে তোলা আর ক্রিজে থাকা। আমি বা ফখর (জামান) যদি ২০-৩০ ওভার ক্রিজে থাকি তাহলে বড় রান তোলা সম্ভব। তারপর রিজ়ওয়ান, ইফতিকাররা রয়েছে। আমাদের পরিকল্পনা তৈরি।'
টুর্নামেন্টে পাকিস্তান পিছিয়ে পড়ল কোথায়, চিহ্নিত করেছেন বাবর। বলছেন, 'দক্ষিণ আফ্রিকার কাছে হার দুর্ভাগ্যজনক। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটাও আমাদের জেতা উচিত ছিল। কিন্তু হেরে গিয়েছিলাম।' তবে এখনই কাউকে কাঠগড়ায় তুলতে নারাজ তিনি। বাবর বলছেন, 'টুর্নামেন্টে কোনটা খারাপ হয়েছে, ব্যাটিং, বোলিং নাকি ফিল্ডিং – এভাবে বলা যায় না। দল হিসাবে আমরা পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারিনি। এরকম বলা যায় না যে, বোলিং ডুবিয়েছে বা ফিল্ডিংয়ে রান গলিয়েছি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং – সব বিভাগেই আমরা পরিকল্পনাগুলো কাজে লাগাতে পারিনি। বড় টুর্নামেন্টে ভুলগুলো খুব তাড়াতাড়ি বোঝা দরকার। আমি দেখেছি, আমাদের ভুলগুলো খুব ছোটখাট। বিশ্বকাপে সব ম্যাচই হাড্ডাহাড্ডি হয়।'
আরও পড়ুন: ম্যাক্সওয়েলের ইনিংস দুর্দান্ত, তবে সর্বকালের সেরা মানতে নারাজ সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ENG vs PAK Live Score: ৯৩ রানে ম্যাচ জিতল ইংল্যান্ড
৪৩.৩ ওভারে ২৪৪ রানে অল আউট হল পাকিস্তান। ২৩ বলে ৩৫ করলেন হ্যারিস রউফ। ১৪ বলে ১৬ রানে অপরাজিত মহম্মদ ওয়াসিম। ৯৩ রানে ম্যাচ জিতল ইংল্যান্ড।
ENG vs PAK Live Score: ৪২ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২৩১/৯
গাস অ্যাটকিনসনের বলে ফিরলেন আফ্রিদি (২৩ বলে ২৫)। ৪২ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২৩১/৯।
ENG vs PAK Live: ৩৭ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১৮৬/৮
মঈন আলির বলে ফিরলেন ইফতিকার আমেদ (৩)। আদিল রশিদের শিকার শাদাব খান (৪)। ৫১ রান করে উইলির বলে ফিরলেন আঘা সলমন। ৩৭ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১৮৬/৮।
ODI WC Live: ইডেনে ম্যাচ দেখলেন বিখ্যাত ইংরেজ গায়ক মিক জ্যাগার
ইডেনে ম্যাচ দেখলেন বিখ্যাত ইংরেজ গায়ক মিক জ্যাগার। সঙ্গীতশিল্পী উষা উত্থুপের সঙ্গে বেশ কিছুক্ষণ আড্ডাও দিলেন।
WC Score Update: ২৮ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১২৬/৫
৩৬ রান করে মঈন আলির বলে বোল্ড রিজ়ওয়ান। ২৯ রান করে সউদ শাকিল বোল্ড হয়ে গেলেন। ঘাতক আদিল রশিদ। ২৮ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১২৬/৫।