NZ vs Netherlands Preview: নিজামের শহরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চমক দিতে পারবে দুর্বল নেদারল্যান্ডস?
ODI World Cup: টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮১ রানে হারলেও ডাচদের লড়াই প্রশংসিত হয়েছিল সর্বত্র। বিশেষ করে বাস দি লিদের অলরাউন্ড পারফরম্যান্স সকলের নজর কেড়ে নিয়েছিল।
![NZ vs Netherlands Preview: নিজামের শহরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চমক দিতে পারবে দুর্বল নেদারল্যান্ডস? ODI World Cup 2023 NZ vs Neth preview: New Zealand to face Netherlands in match 6 in ODI WC at Hyderabad NZ vs Netherlands Preview: নিজামের শহরে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চমক দিতে পারবে দুর্বল নেদারল্যান্ডস?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/08/c6ef7a4e859b92cd410812661f51ba99169677468002250_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: দলের অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson) পুরোপুরি সুস্থ নন। চোট রয়েছে অন্যতম প্রধান পেসার টিম সাউদিরও। দুজনের কেউই প্রথম ম্যাচে খেলেননিয। তাঁদের ছাড়াই প্রথম ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে কার্যত একপেশেভাবে হারিয়েছে নিউজ়িল্যান্ড। বিশ্বকাপের অভিযান শুরু করেছে দুরন্ত গতিতে। সোমবার হায়দরাবাদে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজ়িল্যান্ডের সামনে নেদারল্যান্ডস (New Zealand vs Netherlands)। নিজামের শহর কি ফেভারিটদের জয়ের সাক্ষী থাকবে? নাকি ক্রিকেট সমর্থকদের জন্য অপেক্ষা করে রয়েছে কোনও অঘটন?
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৮১ রানে হারলেও ডাচদের লড়াই প্রশংসিত হয়েছিল সর্বত্র। বিশেষ করে বাস দি লিদের অলরাউন্ড পারফরম্যান্স সকলের নজর কেড়ে নিয়েছিল। প্রথমে বল হাতে ৪ উইকেট। তারপর ব্যাটে লড়াকু হাফসেঞ্চুরি। নেদারল্যান্ডস দলের সেরা অস্ত্র তিনিই। সোমবার কিউয়িদের বিরুদ্ধেও তাঁর পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে রয়েছে নেদারল্যান্ডসের ভাগ্য।
তবে এই ম্যাচেও খেলতে পারবেন না উইলিয়ামসন। ম্যাচের আগের দিনই জানিয়ে দিলেন দলের কোচ গ্যারি স্টিড (Gary Stead)।কিউয়ি অধিনায়কের চোটের আপডেট দিয়ে স্টিড বলেন, 'আমার মতে ও (কেন উইলিয়ামসন) খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছে। খালি ফিল্ডিংয়ের বিভাগটায় ওকে এখনও আরেকটু উন্নতি করতে হবে। ওর ফিল্ডিং উন্নত করার জন্য আরেকটু ফিট হওয়ার প্রয়োজন।' তবে ডাচদের বিরুদ্ধে না খেললেও, বাংলাদেশের বিরুদ্ধে ১৩ অক্টোবর, কিউয়িদের তৃতীয় ম্যাচে দল উইলিয়ামসনকে পাবে বলেই আশা করছেন ব্ল্যাক ক্যাপস কোচ।
'আমরা আশাবাদী ও তৃতীয় ম্যাচে আমাদের হয়ে খেলতে পারবে। অন্তত দেখে মনে হচ্ছে যে তৃতীয় ম্যাচ থেকেই ও আমাদের হয়ে মাঠে নামতে পারবে,' বলেছেন স্টিড। এ বছরের আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হাঁটুতে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। সেই চোট এখনও সম্পূর্ণভাবে সারেনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কেনের পাশাপাশি আরও দুই তারকা ক্রিকেটার লকি ফার্গুসন (Lockie Ferguson) এবং টিম সাউদিও (Tim Southee) খেলতে পারেননি। এই দুই ফাস্ট বোলারের অবশ্য পরের ম্যাচ খেলতে প্রস্তুত বলেই পূর্বাভাস দিলেন কিউয়ি কোচ। স্টিড বলেছেন, 'লকি ফার্গুসন ভালভাবেই অনুশীলন সেরেছে। ও পরের ম্যাচে খেলতে পারবে আশা করছি। টিম সাউদিও ভালভাবে অনুশীলন সেরেছে। ওকে বোলিং, ফিল্ডিং করতে দেখে দারুণ লাগছে। আজ ওর একটা এক্স রে করা হবে এবং তারপরেই আমরা ওকে নিয়ে সিদ্ধান্ত নেব। তবে এখন থেকে বাকি টুর্নামেন্টের জন্য ও দলের হয়ে মাঠে নামার জন্য তৈরি বলেই মনে হয়।'
আরও পড়ুন: ODI World Cup Exclusive: বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ দেখতে আমদাবাদে যাবেন সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)