BAN vs NED: ইডেনে এলেও প্র্যাক্টিস করলেন না শাকিব, বিতর্কের মুখেও নির্লিপ্ত
ODI World Cup 2023: বৃহস্পতিবার রাতে কলকাতায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন শাকিব। ইডেন গার্ডেন্সে নেদারল্য়ান্ডস ম্যাচের কার্যত ৩৬ ঘণ্টা আগে।
সন্দীপ সরকার, কলকাতা: তিনি পদ্মাপারের ক্রিকেটে বরাবরের বিতর্কিত চরিত্র। কখনও আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় ডালাথি মেরে উইকেট ভেঙে দেবেন, তো কখনও বিশ্বকাপের দলে না থাকা সতীর্থের অভিযোগকে 'শিশুসুলভ' বলে বোমা ফাটাবেন। চলতি ওয়ান ডে বিশ্বকাপেও (ODI World Cup) বিতর্ক পিছু ছাড়েনি শাকিব আল হাসানের (Shakib Al Hasan)। কেন তিনি বিশ্বকাপের মাঝে ব্যক্তিগত কোচের কাছে প্রশিক্ষণ নিতে ঢাকায় উড়ে গিয়েছিলেন, তা নিয়ে সমালোচনার ঝড়।
বৃহস্পতিবার রাতে কলকাতায় এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন শাকিব। ইডেন গার্ডেন্সে নেদারল্য়ান্ডস ম্যাচের কার্যত ৩৬ ঘণ্টা আগে। বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেদি হাসান মিরাজ়, মুস্তাফিজ়ুর রহমানরা যখন ইডেনে গা ঘামাচ্ছিলেন, শাকিব তখন ঢাকা বিমানবন্দরের পথে। বিশ্বকাপে যখন পরপর ম্যাচ হেরে চলেছে বাংলাদেশ, তখন দলের সঙ্গে কলকাতায় না এসে দেশের বিমান ধরে ফের একবার শোরগোল ফেলেছেন। নেদারল্যান্ডস ম্যাচের আগে কেন অধিনায়ক দেশে ফিরবেন, তা নিয়ে অগ্নিগর্ভ বাংলাদেশের ক্রিকেটমহল। পরে জানা গিয়েছিল, ব্যক্তিগত কোচ নাজ়মুল আবেদিন ফাহিমের কাছে তালিম নিতে গিয়েছেন শাকিব। তবু প্রশ্ন ওঠা থামেনি। তাহলে কি জাতীয় দলের কোচিং স্টাফে ভরসা নেই খোদ অধিনায়কের?
শুক্রবার দলের অনুশীলনে এলেও, নিজে গা ঘামালেন না শাকিব। বিতর্কের মধ্যেও নির্লিপ্ত তিনি। গোটা মাঠে পায়চারি করে বেড়ালেন। সঙ্গী কখনও জাতীয় দলের কোচ চণ্ডিকা হাতুরুসিংঘে, তো কখনও নাজমুল হোসেন শান্ত। বোলিং গুরু অ্যালান ডোনাল্ডের সঙ্গেও দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা গেল শাকিবকে। তারই ফাঁকে কিছুক্ষণ শ্যাডো করলেন শুধু।
মীরপুরে ব্যক্তিগত কোচের কাছে প্রস্তুতি সেরে এসেছেন। বাংলাদেশ শিবিরের একজন বলছিলেন, 'ম্যাচের আগের দিন এমনিতেও প্র্যাক্টিস করেন না শাকিব। তাই এটা নতুন কিছু নয়।'
শনিবার ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের বোধন। ক্রিকেটের নন্দনকাননে প্রথম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও নেদারল্যান্ডস। তার আগে সাংবাদিক বৈঠকে এসে তাস্কিন আমেদকে বেশিরভাগ গোলাগুলি সামলাতে হল অধিনায়ককে নিয়েই। প্রশ্ন ধেয়ে এল, অধিনায়ক টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরে গিয়েছিলেন বলে কি দলের মনোবলে ধাক্কা লেগেছে? কেন অধিনায়ক এরকম ছাড় পেলেন? আপনারা হলে বিশ্বকাপের মাঝপথে ব্যক্তিগত কোচের কাছে প্র্যাক্টিস করতে যাওয়ার অনুমতি পেতেন?
তাস্কিন অবশ্য হাসিমুখে সামলালেন সমস্ত বাউন্সার। পাশে দাঁড়ালেন শাকিবের। বললেন, 'আমাদের দলের এতে কোনও ক্ষতি হয়নি। শাকিব ফিরে এসেছে। ওর সঙ্গে কাল রাতে সকলে মিলে একসঙ্গে খাওয়াদাওয়া করেছি। আর ও তো দেশে ফিরেছিল নিজের খেলার উন্নতির জন্য। প্রত্যাশামতো ব্যাটিং করতে পারছিল না। তাই নির্দিষ্ট কয়েকটি জায়গা ঘষামাজা করতে গিয়েছিল। আমাদের তো বরং ওর এই প্রচেষ্টার প্রশংসা করা উচিত।' তাস্কিন আরও বলেন, 'ও টিম ম্যানেজমেন্ট ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেই গিয়েছিল। তাছাড়া সেদিন আমাদের বিশ্রামের দিন ছিল। আবশ্যিক প্র্যাক্টিসের দিন তো ছিল না। ম্যাচের আগে দলের আবশ্যিক প্র্যাক্টিসে তো ও রয়েছে। আমাদের কোনও সমস্যা নেই এতে।'
ব্যক্তিগত কোচের মন্ত্র কাজে লাগিয়ে মাঠে কতটা জ্বলে উঠতে পারেন শাকিব, দেখার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: Eden Gardens: ইডেনে শনিবার রানের ফোয়ারা, পূর্বাভাস কিউরেটরের, শিশির কাঁটা ভোগাবে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন