এক্সপ্লোর

South Africa Cricket Team: চোট-ধাক্কার মধ্যেই পরীক্ষা দক্ষিণ আফ্রিকার, চোকার্স বদনাম কি ঘুচবে?

ODI World Cup 2023: বিশ্বকাপ জয়ের সেরা সুযোগ এসেছিল ১৯৯৯, ২০১১ ও ২০১৫ সালে। তিনবারই অপ্রতিরোধ্য গতিতে টুর্নামেন্ট শুরু করে নক আউটে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রত্যেকবারই হৃদয়ভঙ্গ ঘটেছে।

জোহানেসবার্গ: প্রত্যেক বিশ্বকাপে (ODI World Cup) তারা অভিযান শুরু করে অন্যতম ফেভারিট হিসাবে। কিন্তু ট্রফি আর দক্ষিণ আফ্রিকার (South Africa) মধ্যে কাপ আর ঠোঁটের দূরত্ব যেন ঘোচার নয়। বলা হয়, কোনও দিনও বিশ্বকাপ না জেতা সেরা দল দক্ষিণ আফ্রিকা। ওয়ান ডে বিশ্বকাপের (ICC WC 2023) প্রথম চার পর্বে তারা ব্রাত্য ছিল। যেহেতু সেই সময় আন্তর্জাতিক মঞ্চে নিষিদ্ধ করে রাখা হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ১৯৯২ সালে প্রথম ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে প্রবেশ প্রোটিয়াদের। আর প্রথমবারই সেমিফাইনালে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। তারপর থেকে সাতবারের বিশ্বকাপে পাঁচবার নক আউটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ফাইনালে খেলা হয়নি কখনও। বড় মঞ্চে লাগাতার ব্যর্থতার জেরে চোকার্স বদনাম সেঁটে গিয়েছে গায়ে। সেই তকমা দূর করাটাও চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকার।

বিশ্বকাপ জয়ের সেরা সুযোগ এসেছিল ১৯৯৯, ২০১১ ও ২০১৫ সালে। তিনবারই অপ্রতিরোধ্য গতিতে টুর্নামেন্ট শুরু করে নক আউটে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রত্যেকবারই হৃদয়ভঙ্গ ঘটেছে। সবচেয়ে হতশ্রী পারফরম্যান্স ২০১৯ সালের বিশ্বকাপে। গ্রুপ পর্বে ৯ ম্যাচের মধ্যে ৫টিতে হেরে বিদায় নিয়েছিল। ৩ ম্যাচ বাকি থাকতে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন প্রোটিয়ারা। যার পরই চাকরি যায় কোচ ওটিস গিবসনের। বদলে যায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের খোলনলচে। তিন ফর্ম্যাটে তিন অধিনায়ক থেকে শুরু করে নানাবিধ বদল ঘটে দলে।

সাম্প্রতিক ফর্ম
 
বছরের গোড়ায় ইংল্যান্ড ও নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের অষ্টম দল হিসাবে যোগ্যতা অর্জন করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তারপর প্রায় পাঁচ মাস খেলেনি দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের এক মাস আগে ফের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলে টানা পাঁচ ম্যাচ হারার পর অবশেষে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে অস্ট্রেলিয়াকে ওয়ান ডে সিরিজে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। শেষ তিনটি ম্যাচে একশোরও বেশি রানের ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। সব মিলিয়ে বিশ্বকাপের আগে ছন্দে রয়েছেন প্রোটিয়ারা।
 
শক্তি
 
দক্ষিণ আফ্রিকাকে বরাবর ভুগিয়েছে নড়বড়ে মিডল অর্ডার। তবে হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলার দাঁড়িয়ে যাওয়ার পর সেই পরিস্থিতি বদলেছে। বিশেষ করে কেরিয়ারের সেরা ছন্দে রয়েছেন ক্লাসেন। চলতি বছরে ওয়ান ডে ক্রিকেটে জোড়া সেঞ্চুরি করেছেন। ৫৮.৫৫ গড়ে রান করছেন। সবচেয়ে বড় কথা, ১৫১.৪৩ স্ট্রাইক রেট রেখে রান করেছেন। এই সময়ের মধ্যে ২৫টি ছক্কা মেরেছেন ক্লাসেন। যা দক্ষিণ আফ্রিকার আর কোনও ব্যাটার পারেননি। ভারতের পরিবেশ-পরিস্থিতি নিয়ে ভীষণ ওয়াকিবহাল মিলার। দু'বছর আগে গুজরাত টাইটান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করার নেপথ্যে অন্যতম বড় ভূমিকা ছিল কিলার মিলারের। ইনিংসের শুরুতে কুইন্টন ডি'ককের অভিজ্ঞতা, কাগিসো রাবাডা ও লুনগি এনগিডির পেস জুটি দক্ষিণ আফ্রিকার ভরসা।
 
দুর্বলতা
 
বিশ্বকাপের আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছেন অনরিক নোখিয়া ও সিসান্দা মাগালা। যা দক্ষিণ আফ্রিকার পেস শক্তির ধার কমাবে। নোখিয়ার পিঠের নীচের দিকে চোট। মাগালার বাঁ হাঁটুর চোট। দলে ছয় পেসার নিয়ে ভারতে আসবে ভেবেছিল দক্ষিণ আফ্রিকা। সেই পরিকল্পনাও জোর ধাক্কা খেয়েছে।
 
চমক দিতে তৈরি
 
জেরাল্ড কোয়েৎজে। মাত্র দুটি ওয়ান ডে খেলেছেন। তবু ওয়েন পার্নেলকে বাদ দিয়ে কোয়েৎজেকে সুযোগ দেওয়া হয়েছে। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বল করতে পারেন। বিগহিটার। ব্যাট হাতে বড় শট খেলে ম্যাচের রং পাল্টে দিতে পারেন। ধারাবাহিকতার অভাব রয়েছে। তবে দক্ষিণ আফ্রিকা দলের সারপ্রাইজ প্যাকেজ।
 
গেমচেঞ্জার
 
ডেভিড মিলার। বড় শট খেলার দক্ষতার জন্য ক্রিকেটবিশ্বে যিনি কিলার মিলার নামে পরিচিত। ভারতে খেলার অগাধ অভিজ্ঞতা তাঁর অন্যতম সম্পদ। ১৬০ ওয়ান ডে-তে প্রায় ৪৩ ব্যাটিং গড়ে রান করেছেন। স্ট্রাইক রেট ১০৩.৩৩। ওয়ান ডে ক্রিকেটে ঈর্ষণীয়। নিজের দিনে একা হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন বাঁহাতি ব্যাটার। দুর্দান্ত ফিল্ডারও।

বিশ্বকাপের দল: তেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েৎজে, কুইন্টন ডি'কক (উইকেটকিপার), রেজ়া হেনড্রিক্সস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এডেন মারক্রাম, লুনগি এনগিডি, কাগিসো রাবাডা, তাবারেজ শামসি, রাসি ফান দার দাসেন, লিজ়াড উইলিয়ামস ও অ্যান্ডাইল ফেলুকায়ো।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সূচি: 

  • বনাম শ্রীলঙ্কা, দিল্লি, ৭ অক্টোবর, শনিবার, দুপুর ২
  • বনাম অস্ট্রেলিয়া, লখনউ, ১২ অক্টোবর, বৃহস্পতিবার, দুপুর ২
  • বনাম নেদারল্যান্ডস, ধর্মশালা, ১৭ অক্টোবর, মঙ্গলবার, দুপুর ২
  • বনাম ইংল্যান্ড, মুম্বই, ২১ অক্টোবর, শনিবার, দুপুর ২
  • বনাম বাংলাদেশ, মুম্বই, ২৪ অক্টোবর, মঙ্গলবার, দুপুর ২
  • বনাম পাকিস্তান, চেন্নাই, ২৭ অক্টোবর, শুক্রবার, দুপুর ২
  • বনাম নিউজ়িল্যান্ড, পুণে, ১ নভেম্বর, বুধবার, দুপুর ২
  • বনাম ভারত, কলকাতা, ৫ নভেম্বর, রবিবার, দুপুর ২
  • বনাম আফগানিস্তান, আমদাবাদ, ১০ নভেম্বর, শুক্রবার, দুপুর ২   

     

    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

    https://t.me/abpanandaofficial

    আরও পড়ুন: স্পিনারদের হাতে আফগানিস্তানের বিশ্বকাপ ভাগ্য, তিক্ত অভিজ্ঞতা ভুলতে পারবেন রশিদরা?

 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: এবার সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী
এবার সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী
Bima Sakhi Yojana: বিমা সখী যোজনায় মহিলারা পাবেন ২১ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন, কখন টাকা পাবেন ? 
বিমা সখী যোজনায় মহিলারা পাবেন ২১ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন, কখন টাকা পাবেন ? 
Weather Forecast: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে? বড় আপডেট আবহাওয়ার
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে? বড় আপডেট আবহাওয়ার
Bangladesh News Update: জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
Advertisement
ABP Premium

ভিডিও

Supreme Court: 'ধর্মের ভিত্তিতে কোনও সংরক্ষণ করা যায় না', মামলায় পর্যবেক্ষণ শীর্ষ আদালতেরRG Kar News: 'আন্দোলনের পথ ভুলিনি', আর জি কর প্রসঙ্গে বললেন বিপ্লব চন্দ্র। ABP Ananda liveRG Kar News: 'এখানে ক্রাইম সিনকে ধামাচাপা দেওয়া হচ্ছে', আর জি কর প্রসঙ্গে বললেন জুনিয়র চিকিৎসকRG Kar News: কাল সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: এবার সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী
এবার সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী
Bima Sakhi Yojana: বিমা সখী যোজনায় মহিলারা পাবেন ২১ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন, কখন টাকা পাবেন ? 
বিমা সখী যোজনায় মহিলারা পাবেন ২১ হাজার টাকা, কীভাবে আবেদন করবেন, কখন টাকা পাবেন ? 
Weather Forecast: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে? বড় আপডেট আবহাওয়ার
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে? বড় আপডেট আবহাওয়ার
Bangladesh News Update: জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
জ্বলছে বাংলাদেশ, মৌলবাদীদের টার্গেট ইসকন, ১৩ দিন ধরে বাংলাদেশের জেলে চিন্ময়কৃষ্ণ দাস
RBI New Governor: রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নরের নাম ঘোষণা, শক্তিকান্ত দাসের জায়গায় আসছেন ইনি, কী যোগ্যতা জানেন ?
রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নরের নাম ঘোষণা, শক্তিকান্ত দাসের জায়গায় আসছেন ইনি, কী যোগ্যতা জানেন ?
West Bengal News Live:  বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের
বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের
Stock Crash : সাবধান ! দু'দিনে ৩৭ শতাংশ ধস নামল এই স্টকে, গুজরাতের এই পেনি স্টকের বিরুদ্ধে পদক্ষেপ SEBI-র
সাবধান ! দু'দিনে ৩৭ শতাংশ ধস নামল এই স্টকে, গুজরাতের এই পেনি স্টকের বিরুদ্ধে পদক্ষেপ SEBI-র
LIC Bima Sakhi Yojana:  ২১ হাজার টাকা পাবেন মহিলারা, মোদি করবেন বিমা সখী যোজনার উদ্বোধন, কারা পাবেন সুবিধা ? 
 ২১ হাজার টাকা পাবেন মহিলারা, মোদি করবেন বিমা সখী যোজনার উদ্বোধন, কারা পাবেন সুবিধা ? 
Embed widget