South Africa Cricket Team: চোট-ধাক্কার মধ্যেই পরীক্ষা দক্ষিণ আফ্রিকার, চোকার্স বদনাম কি ঘুচবে?
ODI World Cup 2023: বিশ্বকাপ জয়ের সেরা সুযোগ এসেছিল ১৯৯৯, ২০১১ ও ২০১৫ সালে। তিনবারই অপ্রতিরোধ্য গতিতে টুর্নামেন্ট শুরু করে নক আউটে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রত্যেকবারই হৃদয়ভঙ্গ ঘটেছে।
জোহানেসবার্গ: প্রত্যেক বিশ্বকাপে (ODI World Cup) তারা অভিযান শুরু করে অন্যতম ফেভারিট হিসাবে। কিন্তু ট্রফি আর দক্ষিণ আফ্রিকার (South Africa) মধ্যে কাপ আর ঠোঁটের দূরত্ব যেন ঘোচার নয়। বলা হয়, কোনও দিনও বিশ্বকাপ না জেতা সেরা দল দক্ষিণ আফ্রিকা। ওয়ান ডে বিশ্বকাপের (ICC WC 2023) প্রথম চার পর্বে তারা ব্রাত্য ছিল। যেহেতু সেই সময় আন্তর্জাতিক মঞ্চে নিষিদ্ধ করে রাখা হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ১৯৯২ সালে প্রথম ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে প্রবেশ প্রোটিয়াদের। আর প্রথমবারই সেমিফাইনালে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। তারপর থেকে সাতবারের বিশ্বকাপে পাঁচবার নক আউটে উঠেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ফাইনালে খেলা হয়নি কখনও। বড় মঞ্চে লাগাতার ব্যর্থতার জেরে চোকার্স বদনাম সেঁটে গিয়েছে গায়ে। সেই তকমা দূর করাটাও চ্যালেঞ্জ দক্ষিণ আফ্রিকার।
বিশ্বকাপ জয়ের সেরা সুযোগ এসেছিল ১৯৯৯, ২০১১ ও ২০১৫ সালে। তিনবারই অপ্রতিরোধ্য গতিতে টুর্নামেন্ট শুরু করে নক আউটে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রত্যেকবারই হৃদয়ভঙ্গ ঘটেছে। সবচেয়ে হতশ্রী পারফরম্যান্স ২০১৯ সালের বিশ্বকাপে। গ্রুপ পর্বে ৯ ম্যাচের মধ্যে ৫টিতে হেরে বিদায় নিয়েছিল। ৩ ম্যাচ বাকি থাকতে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিলেন প্রোটিয়ারা। যার পরই চাকরি যায় কোচ ওটিস গিবসনের। বদলে যায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের খোলনলচে। তিন ফর্ম্যাটে তিন অধিনায়ক থেকে শুরু করে নানাবিধ বদল ঘটে দলে।
বিশ্বকাপের দল: তেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েৎজে, কুইন্টন ডি'কক (উইকেটকিপার), রেজ়া হেনড্রিক্সস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এডেন মারক্রাম, লুনগি এনগিডি, কাগিসো রাবাডা, তাবারেজ শামসি, রাসি ফান দার দাসেন, লিজ়াড উইলিয়ামস ও অ্যান্ডাইল ফেলুকায়ো।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সূচি:
- বনাম শ্রীলঙ্কা, দিল্লি, ৭ অক্টোবর, শনিবার, দুপুর ২
- বনাম অস্ট্রেলিয়া, লখনউ, ১২ অক্টোবর, বৃহস্পতিবার, দুপুর ২
- বনাম নেদারল্যান্ডস, ধর্মশালা, ১৭ অক্টোবর, মঙ্গলবার, দুপুর ২
- বনাম ইংল্যান্ড, মুম্বই, ২১ অক্টোবর, শনিবার, দুপুর ২
- বনাম বাংলাদেশ, মুম্বই, ২৪ অক্টোবর, মঙ্গলবার, দুপুর ২
- বনাম পাকিস্তান, চেন্নাই, ২৭ অক্টোবর, শুক্রবার, দুপুর ২
- বনাম নিউজ়িল্যান্ড, পুণে, ১ নভেম্বর, বুধবার, দুপুর ২
- বনাম ভারত, কলকাতা, ৫ নভেম্বর, রবিবার, দুপুর ২
- বনাম আফগানিস্তান, আমদাবাদ, ১০ নভেম্বর, শুক্রবার, দুপুর ২
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: স্পিনারদের হাতে আফগানিস্তানের বিশ্বকাপ ভাগ্য, তিক্ত অভিজ্ঞতা ভুলতে পারবেন রশিদরা?