SA vs AFG, Match Highlights : আফগান-স্বপ্ন অধরাই, ৫ উইকেটে ম্যাচ জিতল দক্ষিণ আফ্রিকা
ICC Champions Trophy : হার দিয়ে অভিযান শেষ করলেও প্রথমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করে মাথা উঁচু করেই বিশ্বকাপের অভিযান শেষ করল আফগানিস্তান।
আমদাবাদ : বিশ্বকাপে (World Cup 2023) অসাধ্যসাধনের স্বপ্ন রইল অধরাই। ক্রিকেটীয় বিশ্বযুদ্ধের শেষ চারে পৌঁছনোর বাসনা বাস্তব করতে ব্যর্থ হল আফগানিস্তান। অস্ট্রেলিয়া ম্যাচের মতোই কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বের করে নিতে পারার অভিজ্ঞতার অভাবের খেশারত ফের একবার দিতে হল তাঁদের।
বিশ্বকাপে গ্রুপপর্বে তাঁদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরে এবারের অভিযান শেষ করল আফগান ব্রিগেড। ৯ ম্যাচের শেষে পয়েন্ট ৮। উল্টোদিকে, দুরন্ত বোলিংয় ও মাপা ব্যাটিংয়ে শেষচারের মেগা যুদ্ধের আগে জয়ের রাস্তা ঘুরে নিল দক্ষিণ আফ্রিকা। ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দু'নম্বরে থেকে গ্রুপপর্বের অভিযান শেষ করল প্রোটিয়ারা।
একদিকে যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে জয়ের রাস্তায় ফিরে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল প্রোটিয়ারা। উল্টোদিকে হার দিয়ে অভিযান শেষ করলেও প্রথমবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) যোগ্যতা অর্জন করে মাথা উঁচু করেই বিশ্বকাপের অভিযান শেষ করল আফগানিস্তান।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুর ব্যাটিং বিপর্যয় সামলে শেষপর্যন্ত আজমাতুল্লা ওমরজাইয়ের (Azmatullah Omarzai) দুরন্ত অপরাজিত ৯৭ রানের ইনিংসে ভর করে লড়াকু ২৪৪ রান তোলে আফগানিস্তান। জবাবে খেলার ১৫ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ বের করে নেয় প্রোটিয়ারা। ভাল ছন্দে থাকা রাসি ভান ডার ডুসেন অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলে দলের জয় এনে দেন। ম্যাচের সেরা ক্রিকেটারের তকমাও পান তিনি। দুরন্ত অর্ধশতরানের সুবাদে ৯ ইনিংসের শেষে ৪৪২ রান করে চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ছয় নম্বরে পৌঁছে গিয়েছেন প্রোটিয়া ব্যাটার।
তরান না পেলেও বিশ্বকাপের (World Cup 2023) ইতিহাসে আফগানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন আজমাতুল্লা ওমরজাই। ২৪৫ রানের লক্ষ্যমাত্রার সামনে শুরুটা ভালই করেন কুইন্টন ডি কক। অর্ধশতরান ফসকালেও ৪১ রানের সুবাদে চলতি বিশ্বকাপে ৫৯১ রান করা হয়ে গিয়েছে ডি ককের। চলতি ক্রিকেট বিশ্বযুদ্ধে ব্যাটারদের মধ্যে যা সর্বোচ্চ। নিয়মিত ব্যবধানে প্রোটিয়ারা উইকেট খোওয়ালেও রান তাড়া করার গতি বজায় রেখেছিল ডার ডুসেনের সুবাদে। শেষ পর্যন্ত অপরাজিত ৭৬ রান করে দলকে জয়ের চৌকাঠে পৌঁছে দেন তিনি। অ্যান্ডিল ফেলিকাও (অপরাজিত ৩৯) যোগ্য সঙ্গত করেন তাঁকে।
আরও পড়ুন- ফের শীর্ষে ডি কক, বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় কে কোথায় ?