এক্সপ্লোর
Angelo Mathews Timed Out: বিশ্বকাপে বেনজির কাণ্ড, টাইমড আউট ম্যাথিউজ়, কাঠগড়ায় শাকিবের বাংলাদেশ
BAN vs SL: বিশ্বকাপে (ODI World Cup) বেনজির ঘটনা। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টাইমড আউট হয়ে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ়। যা নিয়ে শোরগোল পড়ে গেল বিশ্বকাপে।
![Angelo Mathews Timed Out: বিশ্বকাপে বেনজির কাণ্ড, টাইমড আউট ম্যাথিউজ়, কাঠগড়ায় শাকিবের বাংলাদেশ ODI World Cup 2023: Sri Lanka cricketer Angelo Mathews timed out against Bangladesh in Arun Jaitley Stadium Angelo Mathews Timed Out: বিশ্বকাপে বেনজির কাণ্ড, টাইমড আউট ম্যাথিউজ়, কাঠগড়ায় শাকিবের বাংলাদেশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/06/0f53797434451257e6ae7869002e4208169926672366550_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আউট হয়ে হতাশ অ্যাঞ্জেলো ম্যআথিউজ়। - পিটিআই
নয়াদিল্লি: বিশ্বকাপে (ODI World Cup) বেনজির ঘটনা। নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টাইমড আউট হয়ে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ় (Angelo Mathews)। যা নিয়ে শোরগোল পড়ে গেল বিশ্বকাপে। সেই সঙ্গে তুমুল সমালোচনায় বিদ্ধ বাংলাদেশ ক্রিকেট দল। প্রশ্ন উঠে গেল শাকিব আল হাসানদের খেলোয়াড়সুলভ মনোভাব নিয়েও।
ঘটনাটি শ্রীলঙ্কা ইনিংসের ২৫তম ওভারের। বল করছিলেন শাকিব নিজেই। তাঁর ওভারের দ্বিতীয় বলে মাহমাদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাদিরা সমরবিক্রমা। তারপর ক্রিজে নামেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ়। কিন্তু তাঁর নামতে সামান্য দেরি হয়। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কোনও ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকে ২ মিনিটের মধ্যে ক্রিজে নামতে হবে। তা নাহলে টাইমড আউটের আবেদন করতে পারে ফিল্ডিং দল। কিন্তু সমরবিক্রমা আউট হওয়ার পর ম্যাথিউজ় সেই সময়ের মধ্যে নামেননি। ক্রিজে যাওয়ার আগেই তাঁকে অন্য একটি হেলমেট চাইতে দেখা যায়। যে কারণে টাইমড আউটের আবেদন করেন শাকিব-সহ বাংলাদেশের ক্রিকেটারেরা। আম্পায়াররা নিয়ম মেনে আউটের আবেদনে সাড়া দেন। আউট হয়ে যান ম্যাথিউজ়।
যদিও তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে ধারাভাষ্য দেওয়ার ফাঁকে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার রাসেল আর্নল্ড বলে দেন, 'আমি জীবনে এই জিনিস প্রথম দেখছি।' কাঠগড়ায় তোলা হচ্ছে বাংলাদেশের স্পোর্টসম্যান স্পিরিটকে। বলা হচ্ছে, নিয়ম থাকলেও ম্যাথিউজ় দেরি হওয়ার জন্য যে কারণ দেখান, তা যুক্তিগ্রাহ্য। বলা হয়, মাঁকড়ীয় নিয়ে যখন এত বিতর্ক, অনেক ক্রিকেটার যেখানে মাঁকড়ীয় আউটের আবেদনকে অখেলোয়াড়সুলভ বলে মনে করেন, সেখানে কেন টাইমড আউটের আবেদন করবেন শাকিব!
ম্যাথিউজ়কে দেখা যায়, আম্পায়ারদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছেন। তিনি দেরির কারণ ব্যাখ্যা করেন। জানান যে, হেলমেটের স্ট্র্যাপ আচমকা ছিঁড়ে যাওয়ায় তিনি অন্য হেলমেট চেয়েছিলেন। তিনি আম্পায়ারদের, এমনকী শাকিবকেও অনুরোধ করেন সিদ্ধান্ত পুনর্বিবেচনার। কিন্তু নিয়ম মানতে বাধ্য তাঁরা, জানিয়ে দেন আম্পায়াররা। আর শাকিবও জানিয়ে দেন যে, তাঁরা আউটের আবেদন থেকে সরে আসবেন না। কোনও বল না খেলেই শূন্য রানে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয় ম্যাথিউজ়কে। মাঠের বাইরে বেরিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। যদিও তাতে লাভ কিছু হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)