Shakib Al Hasan: ভারতের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে বিরাট ধাক্কা বাংলাদেশের, খেলতে পারছেন না দলের সেরা তারকা
ODI World Cup: টসের সময় দেখা গেল, রোহিত শর্মার সঙ্গে পিচের দিকে হাঁটছেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলকে নেতৃত্ব দিতে পেরে যিনি যারপরনাই খুশি।
পুণে: ভারতের বিরুদ্ধে ম্যাচের আগেই বিরাট ধাক্কা খেল বাংলাদেশ (IND vs BAN) শিবির। খেলতে পারছেন না দলের সেরা অস্ত্র শাকিব আল হাসান (Shakib AL Hasan)। যিনি বাংলাদেশের অধিনায়কও। তাঁর পরিবর্তে পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।
কিন্তু কেন খেলতে পারছেন না শাকিব? বিশ্বকাপ (ODI World Cup) চলাকালীন কোয়াড্রিসেপস পেশিতে চোট পেয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তাঁর হাঁটাচলা করতেই সমস্যা হচ্ছে বলে বাংলাদেশ শিবির সূত্রে খবর। তবু ভারতের বিরুদ্ধে মাঠে নামার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন শাকিব। অনেকেই ভেবেছিলেন যে, শেষ পর্যন্ত হয়তো খেলবেন শাকিব।
কিন্তু টসের সময় দেখা গেল, রোহিত শর্মার সঙ্গে পিচের দিকে হাঁটছেন নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপের মতো বড় মঞ্চে দলকে নেতৃত্ব দিতে পেরে যিনি যারপরনাই খুশি। বলেছেন, 'আমার এবং আমার পরিবারের কাছে এটা গর্বের মুহূর্ত। শাকিবের চোট নিয়ে সমস্যা রয়েছে। তাই ও খেলছে না।'
ভারতের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। শান্ত বলেছেন, 'আমরা প্রথমে ব্যাট করে নেব। উইকেটটা বেশ তরতাজা মনে হচ্ছে। ভাল স্কোর বোর্ডে তুলতে পারলে দলের পক্ষে ভাল হবে। শাকিবের পরিবর্ত হিসাবে নাসুম আমেদ দলে এসেছে।' যোগ করেছেন, 'ভারতের বিরুদ্ধে আমাদের দারুণ কিছু স্মৃতি রয়েছে। আশা করছি ছন্দ বজায় রাখতে পারব। আশা করছি দুই দলই জনসমর্থন পাবে।' দলে আরও একটি পরিবর্তন করেছে বাংলাদেশ। তাস্কিন আমেদের পরিবর্তে খেলছেন হাসান মাহমুদ।
ভারত এদিন পাকিস্তান ম্যাচে খেলা একাদশকেই নামিয়েছে। অর্থাৎ, মহম্মদ শামিকে ফের মাঠের বাইরেই বসতে হচ্ছে। তাঁর পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন শার্দুল ঠাকুর। টসেরক পর রোহিত শর্মা বলেন, 'আমরা টস জিতলে ফিল্ডিংই নিতাম। রান তাড়া করার ফর্মুলা আমাদের জন্য কাজে আসছে। সেটা পাল্টাতে চাই না।'
আরও পড়ুন: চ্যাম্পিয়ন হতে গেলে এখনও লম্বা পথ যেতে হবে রোহিতদের, সালকিয়ায় পুজোর উদ্বোধনে গিয়ে বললেন সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন