(Source: ECI/ABP News/ABP Majha)
ENG vs PAK Innings Highlights: অভিশপ্ত ইডেনে আলো ছড়ালেন স্টোকস, ভরা গ্যালারি ভরিয়ে দিল ভালবাসায়
ODI World Cup: প্রায় ভরা গ্যালারি। প্রত্যেকটি চার-ছক্কা বা উইকেটে শব্দব্রহ্ম ছড়িয়ে পড়ছে শহরে। এ তো ইডেনে ভারতীয় দলের ম্য়াচ থাকলে পরিচিত দৃশ্য।
সন্দীপ সরকার, কলকাতা: শনিবার বিকেলের দিকে কেউ যদি ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ঢুকে থাকেন, নির্ঘাৎ চমকে উঠেছেন।
বিভ্রান্ত হয়ে ভাবতে পারেন, কালীপুজোর দিন ভারত-নেদারল্যান্ডস ম্যাচটি কি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে ইডেনে সরিয়ে আনা হয়েছে? ম্যাচটি কি এগিয়ে একদিন আগে করা হয়েছে?
প্রায় ভরা গ্যালারি। প্রত্যেকটি চার-ছক্কা বা উইকেটে শব্দব্রহ্ম ছড়িয়ে পড়ছে শহরে। এ তো ইডেনে ভারতীয় দলের ম্য়াচ থাকলে পরিচিত দৃশ্য।
ঘোর কাটবে, যখন টের পাবেন যে, মাঠে ভারতীয় দলের লেশমাত্র নেই। খেলছে ইংল্যান্ড ও পাকিস্তান (ENG vs PAK)। যে ম্যাচে বাবর আজ়ম টস হেরে যাওয়ার পরই সেমিফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে যাওয়া পাকিস্তানের। প্রথমে ব্যাট করলে যাও বা অলৌকিক কিছুর সম্ভাবনা দেখছিলেন অনেকে, পরে ব্যাট করা মানে সেই স্বপ্নও জলে। এমন একটা এলিয়েন মার্কা লক্ষ্য এসে দাঁড়াবে, যা বুক ক্রিকেটেও তোলা সম্ভব নয়।
আর সেই ম্যাচ দেখতেই কি না প্রায় চল্লিশ হাজার মানুষ হাজির ইডেনের গ্যালারিতে!
ভরা গ্যালারির সামনে শাপমোচন হল এক ইংরেজ তারকার। ইডেন যাঁকে কেরিয়ারের সবচেয়ে বড় দুঃস্বপ্ন উপহার দিয়েছিল সাত বছর আগে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। শেষ ওভারে ১৯ রান প্রয়োজন, ব্যাট করছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের কার্লোস ব্র্যাথওয়েট। বোলার বেন স্টোকস। কেউ ঘুণাক্ষরেও ভাবেননি যে, সেই ম্যাচে অত্যাশ্চর্য কাণ্ড ঘটাবেন ব্র্যাথওয়েট। স্টোকসের শেষ ওভারের চার বলে চার ছক্কা। ডাগ আউট থেকে দৌড়ে বেরনো সতীর্থদের দিকে যখন ব্যাট উঁচিয়ে ছুটছিলেন ব্র্যাথওয়েট, পিচের ওপর হাঁটু গেড়ে মাথা নীচু করে বসেছিলেন স্টোকস।
পরে দেশকে ওয়ান ডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন স্টোকস। জিতিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপও। কিন্তু ইডেনের সেই জ্বালা কি জুড়িয়েছিল ইংরেজ অলরাউন্ডারের?
ক্ষতে কিছুটা যেন প্রলেপ পড়ল শনিবার। ৭৬ বলে ৮৪ রান করে তিনিই ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোরার। সঙ্গত করলেন জনি বেয়ারস্টো ও জো রুট। বেয়ারস্টো ৬১ বলে ৫৯ রান করলেন। রুট ৭২ বলে ৬০ রান করে ফিরলেন। ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে ওয়ান ডে বিশ্বকাপে এক হাজার রান সম্পূর্ণ হল রুটের।
ইংল্যান্ড ইনিংসের বাকিটা জুড়ে শুধুই স্টোকস। শুরুতেই নিজের বলে তাঁর ক্যাচ ফেলেছেন শাহিন শাহ আফ্রিদি। তার খেসারতও দিলেন পাক পেসার। ১১টি চার ও জোড়া ছক্কায় পাক শিবিরে আঁধার নামালেন স্টোকস। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলল ৩৩৭/৯।
ইডেনের গ্যালারিতে স্টোকসের নামে জয়োধ্বনি উঠল। আর স্টোকস হয়তো উপলব্ধি করলেন, ক্রিকেট যেমন কেড়ে নেয়, তেমন ফিরিয়েও দেয়।
আরও পড়ুন: ইডেনে হাফসেঞ্চুরি, ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে এই রেকর্ড গড়লেন রুট
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন