Ind vs Pak Playing XI: বাইরেই শামি, ঈশানের পরিবর্তে পাকিস্তানের বিরুদ্ধে খেলছেন শুভমন
ODI World Cup: রোহিতের ঘোষণা শুনেই গর্জন করে উঠল গ্যালারি। করবে নাই বা কেন? আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম যে পাঞ্জাবের ক্রিকেটারের ঘরের মাঠ!
আমদাবাদ: টসের পর ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক রবি শাস্ত্রী (Ravi Shastri) তখন ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) কাছে জানতে চেয়েছেন, শুভমন গিল (Shubman Gill) কি খেলছেন? রোহিত জবাব দিলেন, 'শুভমন খেলছে। ঈশান কিষাণের (Ishan Kishan) পরিবর্তে। ঈশানের জন্য খারাপ লাগছে। যখনই দলের প্রয়োজন হয়েছে, ও সুযোগ পেয়েছে এবং পারফর্ম করেছে। কিন্তু শুভমন দুরন্ত ছন্দে রয়েছে।'
রোহিতের ঘোষণা শুনেই গর্জন করে উঠল গ্যালারি। করবে নাই বা কেন? আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম যে পাঞ্জাবের ক্রিকেটারের ঘরের মাঠ! আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলেন শুভমন। এই মাঠে দুরন্ত সব ইনিংস রয়েছে। রোহিতও বললেন, 'এই মাঠে ওর দারুণ রেকর্ড।'
তবে সুযোগ পেলেন না মহম্মদ শামি। সৌরভ গঙ্গোপাধ্যায়, রবি শাস্ত্রী-সহ প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই বলছেন, শামিকে অবিলম্বে প্রথম একাদশে ফেরানো উচিত। কেন দুরন্ত কিছু ব্য়াটিং পারফরম্যান্স থাকা না সত্ত্বেও শার্দুল ঠাকুরকে খেলানো হচ্ছে, তা নিয়েও উঠছে প্রশ্ন। তৃতীয় পেসার হিসাবে খেলানো হচ্ছে সেই শার্দুল ঠাকুরকেই। বাবর আজ়ম ডানিয়েছেন, পাকিস্তান দল অপরিবর্তিত। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোহিত।
Rohit Sharma flips the coin and India have elected to field first 🏏
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 14, 2023
Shubman Gill returns to the playing XI 👊#CWC23 | #INDvPAK 📝: https://t.co/lXgEd1FCKN pic.twitter.com/RklSPsBuAW
ভারতের সামনে লক্ষ্য ৮-০ করার। পাকিস্তান মরিয়া ৭-১ করতে। ওয়ান ডে বিশ্বকাপে কখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। প্রত্যেকবার হেরেছে। টানা ৭ বার। এবার কি ৮-০? বিশ্বকাপে কোনও এক দেশকে সবচেয়ে বেশিবার হারানোর রেকর্ড পাকিস্তানের দখলে। শ্রীলঙ্কাকে ৮ বার হারিয়েছে তারা। সেই রেকর্ডে কি শনিবার রাতে ভাগ বসাবে টিম ইন্ডিয়া?
লড়াই একেবারে সেয়ানে সেয়ানে। শেষ পাঁচ ওয়ান ডে ম্যাচে দুই দলই জিতেছে চারটি করে। একটি করে হেরেছে।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ।
পাকিস্তানের একাদশ: আবদুল্লা শফিক, ইমাম উক হক, বাবর আজ়ম (অধিনায়ক), মহম্মদ রিজ়ওয়ান, সউদ শাকিল, ইফতিকার আমেদ, শাদাব খান, মহম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি ও হ্যারিস রউফ।