এক্সপ্লোর
ক্রীড়া উন্নয়নে একগুচ্ছ প্রস্তাব অলিম্পিক টাস্ক ফোর্সের
![ক্রীড়া উন্নয়নে একগুচ্ছ প্রস্তাব অলিম্পিক টাস্ক ফোর্সের Olympic Task Force Recommends Steps To Improve Sports In India ক্রীড়া উন্নয়নে একগুচ্ছ প্রস্তাব অলিম্পিক টাস্ক ফোর্সের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/08/12192419/Olympics.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: আগামী তিনটি অলিম্পিকে ভারতের অ্যাথলিটদের পারফরম্যান্স উন্নত করার লক্ষ্যে গঠিত অলিম্পিক টাস্ক ফোর্স রিপোর্ট জমা দিল। ক্রীড়া মন্ত্রকের সচিব ইনজেতি শ্রীনিবাসকে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। রিপোর্টে ক্রীড়া উন্নয়নের জন্য একগুচ্ছ প্রস্তাব রয়েছে। অ্যাথলিটদের গুরুত্ব দেওয়া, কোচের উপর দায়িত্ব দেওয়া, তাঁর কাজে হস্তক্ষেপ না করা এবং উপযুক্ত পদ্ধতির উপর জোর দেওয়া হয়েছে।
আট সদস্যের অলিম্পিক টাস্ক ফোর্সে আছেন জাতীয় ব্যাডমিন্টন কোচ পুলেল্লা গোপীচন্দ, অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে ভারতের একমাত্র সোনাজয়ী অভিনব বিন্দ্রা, জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক বীরেন রাসকুইনহা সহ অন্যান্যরা। এই টাস্ক ফোর্সের সদস্য ওম পাঠক বলেছেন, ‘বিভিন্ন খেলার নিয়ামক সংস্থাগুলি যাতে সময়মতো বরাদ্দ অর্থ পায়, তার ব্যবস্থা করতে হবে সরকারকে। না হলে ক্রীড়াবিদদের সমস্যার সমাধান হবে না। এখনও ভারতে ক্রীড়াবিজ্ঞানের চর্চা হয় না। এর ফলে দেশের সেরা ক্রীড়াবিদরাও একটা পর্যায়ের পর আর নিজেদের উন্নত করতে পারেন না। তাই ক্রীড়াবিজ্ঞানের উপর জোর দেওয়া দরকার। এর ফলে ক্রীড়াবিদরা উপকৃত হবেন। গ্রামাঞ্চলে গিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাঁদের প্রশিক্ষণ দিতে হবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)