Vinesh Phogat: স্বাধীনতা দিবসের আগের রাতেই বড় আপডেট? বিনেশের আবেদন নিয়ে কী রায় দিল CAS?
Paris Olympics 2024: ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সেজে উঠছে গোটা দেশ। আর তার আগের রাতেই বিনেশ ফোগতকে নিয়ে এল বিরাট আপডেট।
প্যারিস: ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সেজে উঠছে গোটা দেশ। আর তার আগের রাতেই বিনেশ ফোগতকে (Vinesh Phogat) নিয়ে এল বিরাট আপডেট।
প্যারিস অলিম্পিক্সে মহিলাদের ফ্রি স্টাইল কুস্তির ৫০ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিনেশ। ফাইনালে উঠলেও বাতিল হয়ে যান তিনি। ফাইনালের দিন সকালে তাঁর ওজন পরিমাপের সময় দেখা যায়, নির্ধারিত ওজনের চেয়ে ১০০ গ্রাম বেশি হচ্ছে। যে কারণে পদক নিশ্চিত হয়ে যাওয়া সত্ত্বেও বাকিল হন ভারতীয় পালোয়ান।
যে সিদ্ধান্তের প্রতিবাদে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে আবেদন করেছিলেন বিনেশ। যুগ্মভাবে রুপোর পদক দেওয়ার আবেদন করেছিলেন।
সেই আবেদন নাকচ হয়ে গেল। বুধবার রাতে ভারতীয় অলিম্পিক সংস্থা (IOA) জানিয়ে দিল, বিনেশের আবেদন প্রত্যাখ্যান করেছে ক্যাস। ভারতীয় অলিম্পিক সংস্থার প্রেসিডেন্ট তথা কিংবদন্তি অ্যাথলিট পি টি ঊষা জানিয়েছেন, গোটা ঘটনায় তাঁরা স্তম্ভিত। হতাশ।
আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (IOC) ও বিশ্ব কুস্তি সংস্থা (UWW)-র বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিনেশ। তাঁর দাবি ছিল মূলত দুটি। এক, তাঁকে ফাইনালে নামতে দেওয়া হোক। দুই, তা না হলে তাঁকে যুগ্মভাবে রুপোজয়ী ঘোষণা করা হোক। প্রথম দাবিটি শুরুতেই নাকচ করে দিয়েছিল CAS। তবে যুগ্মভাবে রুপোর পদকের আবেদনের শুনানি হয়েছিল। যেখানে বিনেশের হয়ে সওয়াল করেছিলেন বিখ্যাত আইনজীবী হরিশ সালভে। বিনেশের পক্ষ থেকে বলা হয়েছিল, যেহেতু তিনি ফাইনাল পর্যন্ত উঠেছিলেন স্বচ্ছভাবে, কোনও অসদুপায় অবলম্বন করা হয়নি, তখন সেই নিরিখে কেন তাঁকে রুপোর পদক থেকে বঞ্চিত করা হবে?
Indian wrestler Vinesh Phogat's appeal against Olympic disqualification rejected by Court of Arbitration for Sport: IOA
— Press Trust of India (@PTI_News) August 14, 2024
যদিও সেই দাবি নাকচ হয়ে গেল। ক্যাস থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বিনেশের ক্ষেত্রে নিয়মের কোনও হেরফের করা সম্ভব নয়। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফের আইনি পথে হাঁটার চিন্তাভাবনা করছে ভারতীয় অলিম্পিক সংস্থা। এ ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলেও খবর।
আরও পড়ুন: রঞ্জি ট্রফির প্রস্তুতিতে বিশেষ নকশা বাংলার, অভিষেক-মনদীপদের বিরুদ্ধে খেলবেন ঋদ্ধিরা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।