Manu Bhaker: প্যারিসে জোড়া পদকজয়ের পর কী বদলেছে? স্পষ্ট জবাব দিলেন মনু ভাকের
Manu Bhaker Reaction: মনু ভাকের নিজের পোস্টের মাধ্য়মে সমালোচকদের যোগ্য জবাব দিতেন।
নয়াদিল্লি: প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়। প্রথম ভারতীয় হিসাবে এক অলিম্পিকে একাধিক পদক জিতেছিলেন মনু ভাকের (Manu Bhaker)। তারপর থেকে বেড়েছে তাঁর জনপ্রিয়তা। তবে ব্য়ক্তিগতভাবে তাঁর জীবনে তেমন কিছু বদলায়নি। অন্তত মনুর নিজের কথা এটাই।
প্যারিসে অনন্য কীর্তির পর বেড়েছে মনুর ব্যাঙ্ক ব্যালেন্স, বেড়েছে তাঁর মোট সম্পত্তির পরিমাণ থেকে জনপ্রিয়তা, সবই। তিনি দেশের অন্যতম বড় আইকন এখন। তবে এতকিছুর পরেও ব্যক্তিগতভাবে মনু কিন্তু বদলাননি। সোশ্যাল মিডিয়ায় মনু জানান অলিম্পিক্স পদক জয়ের পর তাঁর জীবনে কিছুই বদলায়নি। পাশাপাশি তিনি এও জানান যে তিনি শীঘ্রই অনুশীলনে ফিরবেন। তিনি লেখেন, 'যারা আমায় জিজ্ঞেস করছেন যে পদক জয়ের পর আমার জীবনে কী বদলেছে, তাদের জানাতে চাই যে কিছ্ছু বদলায়নি। আমি সেই একই মনু ভাকের রয়েছি এবং বর্তমানে নিজের ছুটি উপভোগ করছি। আমি নভেম্বরে আবার শ্যুটিংয়ে ফিরব এবং আবার অনুশীলনও চালু করব। আপানাদের ভালবাসা ও মনোযোগের জন্য অনেক ধন্যবাদ।'
For all those who are asking me what has changed in my life after I won the medals: NOTHING.
— Manu Bhaker🇮🇳 (@realmanubhaker) September 27, 2024
I am the same Manu Bhaker and enjoying my break. I will return to the shooting ranges in November and start training again.
Thanks for your love and attention.
Manu.#Olympics… pic.twitter.com/3DKkqvrhCQ
প্যারিস অলিম্পিক্সে অনবদ্য় সাফল্যের পরেও মনু কিন্তু সমালোচনায় বিদ্ধ হয়েছেন। তবে তরুণী কিন্তু কোনদিনই ছেড়ে দেওয়ার পাত্রী নন। তাঁকে দিনকয়েক আগেও সোশ্যাল মিডিয়া ট্রোলদের শিকার হতে হয়েছিল। তিনি সর্বত্র নিজের অলিম্পিক্স পদক পরেই যাচ্ছেন, এই খোঁচা শুনতে হয়েছিল। তবে সেক্ষেত্রেও মনু কিন্তু যোগ্য জবাব দিয়েছিলেন।
সেবারে নিজের সোশ্যাল মিডিয়ায় মনু লিখেছিলেন, 'আমি প্যারিস অলিম্পিক্স ২০২৪ সালে যে দুইটি পদক জিতেছি, সেটা গোটা দেশের। যখনই আমায় কোনও ইভেন্টে ডাকা হয় এবং আমার পদকগুলি দেখানোর জন্য অনুরোধ করা হয়, তখন কিন্তু স্বইচ্ছায় অত্য়ন্ত গর্বের সঙ্গেই আমি সেটা করে থাকি। আমি এভাবেই আমার স্বপ্নের সফরটা সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই।' এবারও আবার সমালোচকদের মুখ বন্ধ করলেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আইপিএলে কয়জন ক্রিকেটারকে রিটেন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি? কবে হবে ঘোষণা?