Vinesh Phogat: অবসরের সিদ্ধান্ত বদলে ফিরে এসো, বিনেশের পাশে দাঁড়িয়ে মন জিতলেন জাপানের সোনাজয়ী পালোয়ান
Paris Olympics: জাপানের পালোয়ান সেই রেই হিগুচিই (Rei Higuchi) ৪৮ ঘণ্টার মধ্যে ভারতীয়দের মনে জায়গা করে নিলেন। বিনেশ ফোগতের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন হিগুচি।
প্যারিস: বৃহস্পতিবার ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মন খারাপের কারণ ছিলেন তিনি। প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ৫৭ কেজি ফ্রি স্টাইল বিভাগের সেমিফাইনালে ভারতের আমন শেরাওয়াতকে (Aman Sehrawat) দাঁড়াতেই দেননি। একপেশেভাবে হারিয়েছিলেন।
জাপানের পালোয়ান সেই রেই হিগুচিই (Rei Higuchi) ৪৮ ঘণ্টার মধ্যে ভারতীয়দের মনে জায়গা করে নিলেন। বিনেশ ফোগতের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন হিগুচি। জানালেন, বিনেশের যন্ত্রণার সঙ্গে একাত্মবোধ করছেন।
আমনকে হারানোর পর প্যারিস অলিম্পিক্সে পুরুষদের ৫৭ কেজি ফ্রি স্টাইল বিভাগে সোনা জেতেন হিগুচিই। তবে বিনেশের বাতিল হওয়ার ঘটনায় মর্মাহত তিনি। আরও মন খারাপ বিনেশের অবসরের সিদ্ধান্ত শুনে। মহিলাদের ৫০ কেজি ফ্রি স্টাইল বিভাগের ফাইনালে উঠে পদক নিশ্চিত করার পরেও মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল হন বিনেশ ফোগত। ফাইনালে খেলার সুযোগ হারান। আর সেই হতাশায় অবসরের সিদ্ধান্ত নেন বিনেশ। যদিও যুগ্মভাবে রুপোর পদক দেওয়ার দাবি তুলে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস বা CAS-এর দ্বারস্থ হয়েছেন বিনেশ। আদালতে শুনানিও হয়ে গিয়েছে। যদিও রায়দান এখনও বাকি।
একইরকম অভিজ্ঞতা হয়েছিল হিগুচিরও। টোকিও অলিম্পিক্সে মাত্র ৫০ গ্রাম ওজন বেশি হওয়ায় বাতিল হয়েছিলেন তিনি। যে কারণে বিনেশের সমব্যথী জাপানি পালোয়ান। জানিয়েছেন, বিনেশ আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারেন।
I understand your pain the best.
— Rei Higuchi (@Reihiguchi0128) August 9, 2024
same 50g.
Don't worry about the voices around you.
Life goes on.
Rising from setbacks is the most beautiful thing.
Take a good rest. https://t.co/KxtTMw4vhL
অলিম্পিক্স থেকে বাতিল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় হিন্দিতে পোস্ট করে নিজের অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন বিনেশ। সেই পোস্টের কমেন্টে হিগুচি লেখেন, 'আমি তোমার যন্ত্রণা সবচেয়ে ভাল বুঝি। একইভাবে মাত্র ৫০ গ্রাম বেশি হওয়ায় বাতিল হয়েছিলাম আমি। চারপাশে কে কী বলছে সেসব নিয়ে ভেবো না। জীবন এগিয়ে চলে। বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানো সবচেয়ে সুন্দর জিনিস। ভাল করে বিশ্রাম নাও।'