Paris Olympics 2024: ৩০ মিনিটও লাগল না, মলদ্বীপের প্রতিপক্ষকে উড়িয়ে দুরন্তভাবে অলিম্পিক্স সফর শুরু করলেন সিন্ধু
PV Sindhu: মলদ্বীপের প্রতিপক্ষের বিরুদ্ধে সিন্ধু ২১-৯, ২১-৬ স্কোরলাইনে স্ট্রেট গেমে এবারের অলিম্পিক্সে নিজের প্রথম ম্যাচ জিতে নেন।
প্যারিস: প্রত্যাশা জয়েরই ছিল এবং সেই প্রত্যাশপূরণও হল। স্ট্রেট গেমে সহজ জয় দিয়ে নিজের অলিম্পিক্স (Paris Olympics 2024) অভিযান শুরু করলেন ভারতের ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু (PV Sindhu)। মহিলাদের সিঙ্গলস গ্রুপ পর্বে পি ভি সিন্ধু ৩০ মিনিটেরও কম সময়ে কার্যত একপেশে এক ম্যাচে মলদ্বীপের ফাতিমাথ রজ্জাককে পরাজিত করেন।
ম্যাচের স্কোরলাইন সিন্ধুর পক্ষে ২১-৯, ২১-৬। এর পর এস্টোনিয়ার ক্রিস্টিন কুবার বিরুদ্ধে কোর্টে নামতে দেখা যাবে দুইবারের অলিম্পিক্স পদকজয়ী তথা বিশ্বের প্রাক্তন এক শাটলার।
Super Sindhu works her magic as she opens her #Paris2024 campaign with a win over Maldives'🇲🇻 Fathimath Nabaaha Abdul Razzaq.
— SAI Media (@Media_SAI) July 28, 2024
The star shuttler will next face Estonia’s🇪🇪 Kristin Kubba on July 31st!
Keep chanting #Cheer4Bharat, and let’s cheer for Sindhu. pic.twitter.com/Lamo0X38Wy
আরেক তারকা শাটলার তথা পদকের জয়ের ভারতের অন্যতম দাবিদার লক্ষ্য সেনও জয় দিয়ে প্যারিস অভিযান শুরু করেছেন। পুরুষদের সিঙ্গলস বিভাগে লক্ষ্য জয় ছিনিয়ে নিলেন ২১-৮, ২২-২০ ব্যবধানে। মাত্র ৪২ মিনিটেই ম্যাচ জিতে যান তরুণ তুর্কি। ২৯ তারিখ দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে দেখা যাবে লক্ষ্য সেনকে।
এদিকে অলিম্পিক্সের প্রথম দিনের শেষবেলায়ও ভারত সাফল্য পেল। পিছিয়ে পড়েও দুরন্ত লড়াইয়ে নিজের ম্যাচ জিতলেন বক্সার প্রীতি পাওয়ার। ভিয়েতনামের ভো থি কিম অ্যানকে হারিয়ে রাউন্ড অফ ১৬-তে পৌঁছলেন ভারতীয় বক্সার। প্রথম রাউন্ড শেষে কিন্তু কিম অ্যানই এগিয়ে গিয়েছিলেন। বিচারককে তাঁর পক্ষেই ৩-২ স্পিল্ট সিদ্ধান্ত দেন। তবে পিছিয়ে পড়েও ভেঙে পড়েননি প্রীতি। নিজের প্রথম অলিম্পিক্স গেমসের প্রথম ম্যাচের পরবর্তী দুই রাউন্ডে দুরন্ত প্রত্যাবর্তনে ম্যাচ নিজের নামে করেন তিনি। প্রীতি পাওয়ার কলম্বিয়ার ইয়ানি আরিয়াসের বিরুদ্ধে নিজের পরবর্তী রাউন্ডের ম্যাচে বক্সিং রিংয়ে নামবেন।
অপরদিকে, প্যাডলার হরমীত দেশাই যেমন একেবারে স্ট্রেট গেমে দুরন্ত জয় পেলেন। জর্ডনের জাইদ আবো ইয়ামানকে ১১-৭, ১১-৯, ১১-৫, ১১-৫ স্কোরলাইনে পরাজিত করে টেবিল টেনিসে পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অফ ৬৪-এ পৌঁছে গেলেন হরমীত। ৩১ বছর বয়সি প্য়াডলার রবিবার ফ্রান্সের ফেলিক্স লেব্রানের বিরুদ্ধে কোর্টে নামবেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: প্যারিসে মানুর হাত ধরে প্রথম পদক জয়ের সুযোগ, কখন, কোথায় দেখবেন ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনাল?