India Medal Tally, Olympic 2020: অলিম্পিক্সে পদক তালিকায় ৩৩ নম্বরে নেমে গেল ভারত
India Medal Tally Standings, Tokyo Olympic 2020: এখনও পর্যন্ত একটিই পদক পেয়েছে ভারত।
![India Medal Tally, Olympic 2020: অলিম্পিক্সে পদক তালিকায় ৩৩ নম্বরে নেমে গেল ভারত Tokyo Olympic Medal Tally India Standing Today 26 July 2021 Gold Silver Bronze Medal Events Hockey Table Tennis Boxing India Medal Tally, Olympic 2020: অলিম্পিক্সে পদক তালিকায় ৩৩ নম্বরে নেমে গেল ভারত](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/26/8e96d3c00c084e282fd10c3fdd58adb3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
টোকিও: মীরাবাঈ চানুর পর এখনও পর্যন্ত কোনও ভারতীয় চলতি টোকিও অলিম্পিক্স থেকে পদক পাননি। ফলে ভারতের ঝুলিতে এখনও পর্যন্ত একটিই রুপো। পদক তালিকায় এখন ৩৩ নম্বরে ভারত।
কাল টোকিও অলিম্পিক্সে পদক পাওয়ার সুযোগ ভারতের শ্যুটারদের সামনে। ভাল পারফরম্যান্স দেখাতে পারলে সকালেই পদক পেতে পারেন মনু ভাকের ও সৌরভ চৌধুরী এবং যশস্বিনী সিংহ দেশোয়াল ও অভিষেক ভার্মা। তাঁরা নামবেন ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ব্রোঞ্জ মেডেল ম্যাচে। তাঁরা যদি যোগ্য়তা অর্জন করতে পারেন, তাহলে পদক জয়ের সুযোগ থাকছে।
এছাড়া ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম গোল্ড মেডেল ম্যাচও রয়েছে কাল। ভারতের হয়ে লড়াই করবেন মনু, সৌরভ, যশস্বিনী ও অভিষেক। তাঁরা যদি যোগ্যতা অর্জন করতে পারেন, তাহলে সোনা জয়ের সুযোগও থাকছে।
শ্যুটিংয়ে কাল আরও দু’টি পদক জয়ের ইভেন্ট রয়েছে। ভারতের শ্যুটাররা যদি ভাল পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে পদক জয়ের সুযোগ থাকবে। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ব্রোঞ্জ মেডেল ম্যাচে লড়াই করবেন ভারতের দীপক কুমার ও অঞ্জুম মুদগিল এবং এলাভেনিল ভালারিভান ও দিব্যাংশ সিংহ পানোয়ার। পদক পেতে গেলে তাঁদের যোগ্যতা অর্জন করতে হবে এবং দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে। ব্রোঞ্জ মেডেল ম্যাচের পর ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম গোল্ড মেডেল ম্যাচে লড়াই করবেন দীপক ও অঞ্জুম এবং এলাভেনিল ও দিব্যাংশ।
কাল টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে চিনের মা লংয়ের মুখোমুখি হচ্ছেন ভারতের অভিজ্ঞ খেলোয়াড় অচিন্ত্য শরৎ কমল। তিনি যদি এই ম্যাচটি জিততে পারেন, তাহলে পদক জয়ের দিকে এগিয়ে যাবেন।
কাল পুরুষদের হকি ম্যাচে স্পেনের মুখোমুখি হচ্ছে ভারত। অস্ট্রেলিয়ার কাছে ১-৭ গোলে হেরে যথেষ্ট চাপে ভারতীয় দল। স্পেনও যথেষ্ট শক্তিশালী দল। ফলে কালও কঠিন লড়াই ভারতের।
কাল পুরুষদের ব্যাডমিন্টনে গ্রুপের ম্যাচে গ্রেট ব্রিটেনের মুখোমুখি হচ্ছেন ভারতের সাত্বিকসাইরাজ রণকিরেড্ডি ও চিরাগ শেট্টি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)